SEND FEEDBACK

English
Bengali

জীবনের প্রথম অধিনায়কের কাছে কৃতজ্ঞ রাহানে, মুগ্ধ ধাওয়ানরাও

নিজস্ব প্রতিবেদন | জানুয়ারি ৬, ২০১৭
Share it on
সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে অবসর নেওয়ার ২৪ ঘণ্টা পরেও মহেন্দ্র সিংহ ধোনি ভাসলেন টুইটার বন্দনায়।

সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে অবসর নেওয়ার ২৪ ঘণ্টা পরেও মহেন্দ্র সিংহ ধোনি ভাসলেন টুইটার বন্দনায়।
হার্দিক পান্ড্য টুইট করেছেন, ‘লক্ষ মানুষের কাছে তুমি প্রেরণা। তোমার নেতৃত্বে খেলা আমার প্রত্যেকটি মুহূর্ত আমার জীবনের সেরা সম্পদ হয়ে থাকবে’। অজিঙ্ক রাহানেও টুইটারে লিখেছেন, ‘তোমার থেকে অনেক কিছু শিখেছি মাহি ভাই। একজন প্রকৃত নেতাই জানে দলকে কীভাবে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয়। আন্তর্জাতিক মঞ্চে আমার প্রথম অধিনায়ককে ধন্যবাদ’। 
ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানও টুইটারে লিখেছেন, ‘বিশ্বক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক এবং একজন খুব ভাল বন্ধু। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। একইসঙ্গে আরও ধন্যবাদ এই কারণে যে, তোমার সঙ্গে খেলতে পারব’। রোহিত শর্মা টুইট করেছেন, ‘অনেক ক্রিকেটারের ওপরই ধোনির প্রভাব ছিল। তাদের মধ্যে আমিও ছিলাম’।

Ajinkya rahane Hardik Pandya
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -