কতদূর এগোল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের কথা। বুদাপেস্ট থেকে ‘সুলতান’-এর শ্যুটিং সেরেই অনুষ্কা ছুটে গিয়েছেন রাজধানীতে। বিরাট কোহলি তো থাকেন গুরগাঁওতে। শোনা যাচ্ছে, অনুষ্কা ও বিরাট এখন ছুটি কাটাতে চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন, কারোর জানা নেই। তবে নিরুদ্দেশে যাওয়ার আগে বিরাট কোহলির মায়ের সঙ্গে দেখা করেছেন অনুষ্কা বলে খবর। এবং এ কথাও শোনা যাচ্ছে কথাবার্তাও সন্তোষজনক। ফলে সবাই যা মনে করছেন, সেটাই হয়তো সত্যি হতে চলেছে। বিয়ে আসন্ন। আর অনুষ্কা বিরাটের সঙ্গ ছাড়তে চান না। ৬ জুলাই থেকে আবারও ব্যস্ত হয়ে পড়বেন অনুষ্কা। তার আগে বিরাটের সঙ্গে নীরবে নিভৃতে ছুটি কাটাচ্ছেন অনুষ্কা।