ভারতীয় দল ইংল্যান্ড সফরে ব্যস্ত। প্রথম টেস্টে তীরে এসেও তরী ডুবেছে বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের। এমন অবস্থাতেই সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে দেখা গেল লাঞ্চ ডেটে ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানিয়েলা ওয়াটের সঙ্গে লন্ডনের বিখ্যাত ফাস্ট ফুড আউলেট ‘নান্দোস’-এ।
ড্যানিয়েলা-অর্জুনের ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন সচিন-পুত্র। ছবিতে দেখা যাচ্ছে ড্যানিয়েলাকে হাসি মুখে সেলফি তুলতে। খাওয়ার মাঝেই ক্যামেরায় দিকে তাকিয়ে অর্জুন। তার পরেই সেই ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিরাট কোহলিকে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ওয়াট। বর্তমানে কিয়া সুপার লিগ টি-টোয়েন্টি’তে সাউদার ভাইপার্স-এর হয়ে খেলছেন ওয়াট। অন্য দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় যুব দলের হয়ে অভিষেক ঘটেছে অর্জুনের। শ্রীলঙ্কার মাটিতে চার দিনের টেস্ট ম্যাচে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিলেন সচিন-পুত্র। প্রথম দিনেই নিজের প্রথম উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
তবে সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ মেলেনি তাঁর।