সিবিআই বনাম রাজ্য সরকার দ্বৈরথ চলছে। তার মধ্যেই ফের রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়ালেন ক্রীড়াবিদ। তিনি ছায়া আদক।
খেলা ও খেলোয়াড়দের প্রতি উদাসীন রাজ্য সরকার। যার ফলে সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছে রাজ্য। এর প্রতিবাদে রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া ‘বাংলার গৌরব’ পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন ছায়া আদক।
শুটিং ও ভারোত্তোলনের অর্জুন পুরস্কার প্রাপ্ত ছায়া আদক জানিয়েছেন, ইতিমধ্যেই ই মেল মারফত তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যে কোনও সময়ে রাজ্য সরকারের প্রতিনিধি সাম্মানিক ১ লক্ষ টাকা-সহ ‘বাংলার গৌরব পুরস্কার’ ফিরিয়ে নিয়ে যাক। যদিও তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন খেলোয়াড় রাজ্য সরকারের এই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।
রাজ্যের বিভিন্ন ক্লাবকে যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা খেলার মানোন্নয়নে খরচ হচ্ছে না বলেও অভিযোগ করেছেন ছায়া।