SEND FEEDBACK

English
Bengali

অধিনায়ক ধোনির কীর্তিকে অবিশ্বাস্য বলে বিরাটকেও যোগ্য নেতা মানছেন অশ্বিন

নিজস্ব প্রতিবেদন | জানুয়ারি ৭, ২০১৭
Share it on
সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিংহ ধোনির অবদানকে আবার সম্মান জানালেন আর. অশ্বিন।

সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিংহ ধোনির অবদানকে আবার সম্মান জানালেন আর. অশ্বিন।
শুক্রবার তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘অধিনায়ক ধোনির কাছে অনেক কিছু শেখার আছে। ওর মতো নজির কারও পক্ষে গড়া ভবিষ্যতে সম্ভব হবে কি না জানি না।’’ একইসঙ্গে ভারতের অন্যতম সেরা স্পিনার জানিয়েছেন, অধিনায়কত্ব থেকে ধোনি সঠিক সময়ে অবসর নিয়েছেন। কারণ, অশ্বিনের মতে, বিরাট কোহলিও অধিনায়ক হিসাবে দারুণ কাজ করছেন। টেস্টের সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটেও তিনি নিজেকে যোগ্য বলে প্রমাণিত করবেন।
অশ্বিন বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটে একটা রোমাঞ্চকর অধ্যায় চলছে। একসঙ্গে কাজ করা, কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে লড়াই করার আনন্দই আলাদা। আর বিরাটের বড় গুণ যে, ও সমসময় পরামর্শ নিয়ে কাজ করতে ভালবাসে।’’ তিনি আরও বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে বিরাট দারুণ। গত একবছরে ওর পারফরম্যান্স দেখলেই সেটা বোঝা যায়। আমার মনে হয় এমএস’ও ব্যাটনটা বিরাটের হাতে তুলে দেওয়ার কথা ভাবছিল।’’
ধোনির সিদ্ধান্তের কারণ নিয়ে অবশ্য অশ্বিন কোনও মন্তব্য করেননি। বলেছেন, ‘‘এটা ব্যক্তিগত বিষয়। বরং আমাদের উচিত ধোনির সিদ্ধান্তকে সম্মান করা।’’ ধোনির অবসরের পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কী? সেই প্রসঙ্গে ভারতীয় অফস্পিনারের মন্তব্য, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরেও মনে হয়েছিল ভারতীয় দলে বিরাট শূন্যতা তৈরি হবে। আসলে আমরা আবেগপ্রবণ বলেই এটা মনে হয়।’’
ধোনির সিদ্ধান্তে বিস্মিত নন রাহুল দ্রাবিড়। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় ধোনি নিজেও ২০১৯’এর বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসাবে থাকার কথা ভাবছিল না। তাই অবসর নেওয়ার সময়টা সঠিক বেছেছে।’’ দ্রাবিড় আরও বলেছেন, ‘‘কোহলির হাতে অনেক সময় থাকবে ২০১৯’এর বিশ্বকাপের আগে একদিনের দলকে তৈরি করে নেওয়ার জন্য।’’

R.Ashwin Kohli MS Dhoni
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -