গ্যারেথ বেলের জাতীয় দলের সতীর্থ। বছর খানেক আগে ইউরো কাপে ওয়েলশের যে দল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, সেই স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেই জোনাথন ওরফে জনি উইলিয়ামসকেই এবার এটিকে-তে খেলতে দেখা যাবে আসন্ন আইএসএল-এ। এবেলা.ইন-এই প্রথমবার প্রকাশিত হয়েছিল রবি কিন আসছেন অ্যাটলেটিকো দি কলকাতায়। আইরিশ কিংবদন্তিকে আইএসএল-এ খেলতে রাজি করানোর পাশাপাশি এবার গ্যারেথ বেলের দেশজ সতীর্থকে সই করিয়ে টেক্কা দিল এটিকে।
এটিকে-তে খেলতে দেখা যাবে জনি উইলিয়ামসকে। — ফেসবুক
২০১১ সাল থেকেই ক্রিস্ট্যাল প্যালেসের সঙ্গে চুক্তিবদ্ধ জনি। ক্রিস্ট্যাল প্যালেসে টানা তিন বছর খেলার পর জোনাথন লোনে খেলেছেন ইপসিচ টাউন, নটিংহ্যাম ফরেস্ট, মিল্টন কেইনেস-এর মতো ইপিএল-এর নামি ক্লাবে। জাতীয় দলে ২৩ বছরের জনি উইলিয়ামস গ্যারেথ বেল, অ্যারন র্যামসেদের সঙ্গে খেলে ফেলেছেন ১৭টি ম্যাচও। গতবছরেও ইপসিচ টাউনের হয়ে নিয়মিত খেলেছেন। কুশলী মিডফিল্ডার হিসেবে সুনাম রয়েছে তাঁর। স্ট্রাইকারদের গোলের বল বাড়াতে দক্ষ তিনি। তাঁর পারফরম্যান্স দেখেই সম্প্রতি জনি-র সঙ্গে ২০১৯ সাল পর্যন্ত তাঁকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রিস্ট্যাল প্যালেস। এটিকে-র সঙ্গে সরাসরি ক্রিস্ট্যাল প্যালেসের কথাবার্তা চলছিল জনি উইলিয়ামসকে নেওয়ার ব্যাপারে। চলতি সপ্তাহেই ক্রিস্ট্যাল প্যালেস আইএসএল-এ লোনে জনিকে ছাড়তে রাজি হয়। অর্থাৎ আইএসএল-এ বিপক্ষ দলগুলোকে বধ করার জন্য কিন-জনি পার্টনারশিপের উপরেই ভরসা রাখবেন কোচ টেডি শেরিংহ্যাম।
ঠিক চার বছর আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় জনি উইলিয়ামসের। যে ফুটবলারের পরিবর্তে তিনি নেমেছিলেন, তাঁর নাম স্বয়ং গ্যারেথ বেল। অভিষেকেই বেলের মতো মহাতারকা ফুটবলারের ছোঁয়াচ লাগা জনি আইএসএল কাঁপাতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।