শনিবার থেকেই বালুরঘাট স্টেডিয়ামে শুরু হল বেবি লিগ। হিরোজ অফ টুমরো সকার অ্যাকাডেমি ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উত্তরবঙ্গের মধ্যে বালুরঘাটে প্রথম শুরু হল বেবি লিগ। উদ্দেশ্য একটাই। বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের প্রতিভার বিকাশ। নীচে কলকাতার খেলাগুলোর ফলাফল তুলে দেওয়া হল।
কলকাতা —
২৩ ফেব্রুয়ারি, অনূর্ধ্ব ১১
বারাকলি হাই স্কুল ১
নেতাজি স্পোর্টিং ক্লাব কোচিং ক্যাম্প ০
অনূর্ধ্ব ১৩
নেতাজি স্পোর্টিং ক্লাব কোচিং ক্যাম্প ৯
বালুরঘাট হাই স্কুল ০
২৪ ফেব্রুয়ারি —
তরুণ দল ফুটবল অ্যাকাডেমি ৪
বিওয়াইএ হটসা 0
শান্তি আইচ মল্লিক ফুটবল কোচিং সেন্টার ১
চণ্ডীতলা উদয়ন সংঘ ১
ইস্টবেঙ্গল ফুটবল স্কুল ১৪
ফিউচার হোপস ০
অনূর্ধ্ব ১১
গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি ০
এলিগ্যান্ট ফুটবল ক্লাব ৮
চণ্ডীতলা উদয়ন সংঘ ০
ইস্টবেঙ্গল ফুটবল স্কুল ৪
বালুরঘাটে পৌঁছল বেবি লিগ। প্রাক্তন ফুটবলার অভিজিৎ মণ্ডল খুদে প্রতিভাকে উৎসাহ দিচ্ছেন।
অনূর্ধ্ব ৮
ইস্টবেঙ্গল ফুটবল স্কুল ৪
চণ্ডীতলা উদয়ন সংঘ ২
অনূর্ধ্ব ১০
বিওয়াইএ-হটসা ১
সাহাপুর ইস্ট বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ২
ইস্টবেঙ্গল ফুটবল স্কুল ৭
শান্তি আইচ মল্লিক ফুটবল কোচিং সেন্টার ১
গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি ৭
ফিউচার হোপস ০