ভারতীয় ক্রিকেটার এবং কোচদের কত টাকা দেওয়া হয়েছে অগস্ট মাসে, সেই তথ্য জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
বিরাট কোহলি— জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচ ফি এবং আইসিসি-র পুরস্কার মূল্য বাবদ প্রায় ১.২৫ কোটি টাকা পেয়েছেন।
রোহিত শর্মা— এশিয়া কাপে ভারতের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। ‘হিটম্যান’ পেয়েছেন প্রায় ১.৪২ কোটি টাকা। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদহাস ট্রফির ম্যাচ ফি, আইসিসি টেস্ট র্যাংকিং-এর পুরস্কার মূল্যও পেয়েছেন তিনি।
শিখর ধাওয়ান— দেশের বাঁ হাতি ওপেনার শিখর ধাওয়ান পেয়েছেন মোট ২.৮০ কোটি টাকা।
রবিচন্দ্রন অশ্বিন— অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ২.৭৫ কোটি টাকা।
ভুবনেশ্বর কুমার— ভুবনেশ্বর কুমার পেয়েছেন ৩.৭৩ কোটি টাকা।
কোচ রবি শাস্ত্রী — বোর্ডের তরফে অগ্রিম হিসেবে ২.০৫ কোটি টাকা দেওয়া হয়েছে রবি শাস্ত্রীকে।