দল বদলের বাজারে বুধবার চমকে দিল মোহনবাগান। উগান্ডার জাতীয় দলের মিডফিল্ডার বোবান জিরিনতুসা বোগেরে-কে দেখা যেতে পারে এবার গঙ্গাপাড়ের ক্লাবে। যাঁকে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া খালিদ আউচো নিজের ‘ভাই’ বলেন।
বিশ্ব ফুটবলে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ক্রোয়েশিয়া। ফাইনালে শক্তিশালী ফ্রান্সের কাছে হারলেও হৃদয় জয় করে নিয়েছেন লুকা মদ্রিচ, পেরিসিচ, র্যাকিটিচদের দল। সেই দলেরই অতীত তারকা বোবানের সমনামী ফুটবলার এবার সটান ভারতীয় ফুটবলে। জাতীয় দলে ডাকা হয় বোবান জে নামে।
উগান্ডা, তানজানিয়া, জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকার একাধিক প্রথম সারির ক্লাবে খেলছেন দীর্ঘ একদশক ধরে। আফ্রিকান ফুটবলে যথেষ্ট পরিচিত মুখ বোবান। গত বছরের জিম্বাবোয়ের প্রিমিয়ার লিগে বিল্ডকনের হয়ে খেলে নজর কেড়েছিলেন। বর্তমানে ইথিওপিয়ার এক ক্লাবের ফুটবলার তিনি। যুব পর্যায়ে খেলার পরে সিনিয়র দলেরও তিনি নিয়মিত সদস্য। এমনই তারকা খচিত প্রোফাইলের মিডফিল্ডারকে আনতে চলেছেন বর্তমান বাগান কর্তারা। কলকাতা লিগ থেকেই খেলতে দেখা যাবে বোবানকে।
খালিদ আউচোর সঙ্গে বোবান। — নিজস্ব চিত্র
ইস্টবেঙ্গলে গত মরশুমে খেলে যাওয়া ডিফেন্সিভ ব্লকার খালিদ আউচো বেশ নজর কেড়েছিলেন। নতুন মরশুমে চার্চিল ব্রাদার্সের হয়ে খেলতে দেখা যাবে খালিদকে। খুব শীঘ্রই তিনি ভারতে পা রাখবেন। এহেন খালিদই কাম্পালা থেকে এবেলা.ইন-কে জানিয়ে দেন, ‘‘বোবান আমার খুব ভাল বন্ধু। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে যে কোনও দলের সম্পদ তিনি। ওর পাশে খেলে বুঝেছি গোলের চোখ বেশ ভাল। দুর্দান্ত সমস্ত পাস বাড়াতে পারে। যে কোনও দলেরই ও সম্পদ।’’
খালিদের সার্টিফিকেট নিয়ে কলকাতা আসছেন বোবান। ক্লাবে সতীর্থ হিসেবে পাবেন স্বদেশীয় হেনরি কিসেক্কাকে। যাইহোক, বন্ধুর প্রতিদ্বন্দ্বী ক্লাবে নাম লিখিয়ে ভারতীয় ফুটবলে তিনি সফল হবেন? সময়ই জবাব দেবে।