SEND FEEDBACK

English
Bengali

বিস্ফোরক খবর! মধুচক্রের পাণ্ডার সঙ্গে ছবিতে ধোনি, রায়না

নিজস্ব প্রতিবেদন | জুলাই ২৪, ২০১৬
Share it on
এবিপি লাইভের খবর অনুযায়ী, আন্তর্জাতিক মধুচক্র চালানোয় অভিযুক্ত এক ব্যক্তির সঙ্গে ছবিতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনি ও সুরেশ রায়নাকে।

একদমই অক্রিকেটীয় বিষয়ে জড়িয়ে পড়ল ভারতের দুই তারকা ক্রিকেটারের নাম। এবিপি লাইভের খবর অনুযায়ী, আন্তর্জাতিক মধুচক্র চালানোয় অভিযুক্ত এক ব্যক্তির সঙ্গে ছবিতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনি ও সুরেশ রায়নাকে। আর এই ছবিই জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল অজয় আহলাওয়াতের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ রয়েছে। এই অজয় আহলাতের সঙ্গেই ধোনির একাধিক ছবি পাওয়া গিয়েছে। শুধু ধোনি নন, ধোনির প্রিয় সুরেশ রায়নার সঙ্গেও ছবিতে দেখা গিয়েছে অজয় আহলাতকে। ধোনি, রায়না এবং আহলাওয়াত একসঙ্গে রয়েছেন এমন একটি ছবি পাওয়া গিয়েছে। মধুচক্রের লোকজনের সঙ্গে কীভাবে জড়িয়ে পড়লেন ধোনি ও রায়না, তা নিয়ে চলছে জল্পনা। বাড়ছে কৌতূহল। ধোনির সঙ্গে এই অজয় আহলাওয়াতের যোগাযোগই বা হল কীভাবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। কোথায় এই ছবি তোলা হয়েছে? জানা গিয়েছে, কর্নেলের জন্মদিনে গুরগাঁওর খামারবাড়িতে পার্টির আয়োজন করা হযেছিল। আর সেই পার্টিতেই আমন্ত্রণ জানানো হয়েছিল ধোনি ও রায়নাকে।  অজয়ের সঙ্গে সমাজের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগ ছিল বলেই খবর। সেই ‘কনট্যাক্ট’ কাজে লাগিয়েই আহলাওয়াত সুন্দরীদের দিয়ে মধুচক্র চালাতেন৷

 

নন স্ট্রাইকার্‌স এন্ডে দাঁড়িয়ে যে ৫টি ব্যাটিং মাইলস্টোনের সাক্ষী থেকেছেন ধোনি

ছবি তোলো মাহির মতো

বিয়ের আগে দেখতে কেমন ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী?

 

MS Dhoni Suresh Raina Ajay Ahlawat
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -