কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই ভারতের জয়জয়কার। বৃহস্পতিবার মহিলাদের ৪৮ কেজি বিভাগে রেকর্ড গড়ে দেশকে সোনা এনে দিলেন মীরাবাই চানু।
ছ’টি লিফটে ছ’টি রেকর্ড ভেঙে দিয়েছেন মণিপুরের এই ভারোত্তোলক। অতীতে ১৯৪ কেজি তুলেছিলেন তিনি। লক্ষ্মীবার চানু ১৯৬ কেজি তুললেন। সেই সঙ্গে নিজেকেও তো তিনি ছাপিয়ে গেলেন।
এবার নিয়ে কমনওয়েলথ গেমসে চানুর এটি দ্বিতীয় পদক। চার বছর আগে গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন তিনি। লক্ষ্মীবার চানুর আগুনে পারফরম্যান্স পিছনে ফেলে দিল নাইজিরিয়ার অগস্তিনা ওয়াকোলোকেও। ২০১০ কমনওয়েলথ গেমসে নাইজিরিয়ার এই ভারোত্তোলক ১৭৫ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন। আট বছর বাদে ভারতের এক তরুণী সোনা জিতে ছাপিয়ে গেলেন অন্য দেশের তারকাকেও।
চানুর সোনা জয়ের দিনে পুরুষদের বিভাগে রুপো পেলেন গুরুরাজা। বলা ভাল, চানু সোনা জেতার আগেই পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি। গুরুরাজার হাত ধরেই এবারের কমনওয়েলথ গেমসে পায় প্রথম পদকটি। গুরুরাজা পদক জেতার পরেই আসে চানুর আগুনে পারফরম্যান্স।