আইপিএল-এ মেজাজে রয়েছেন ক্রিস হেনরি গেইল। মাঠ ও মাঠের বাইরে— দু’জায়গাতেই কাঁপাচ্ছেন জামাইকান তারকা। নিয়মিত তাঁর ব্যাটে প্লাবন বাইশ গজে। আবার মাঠের বাইরেও স্বচ্ছন্দ তিনি।
সেই গেইল-এ টুর্নামেন্টে অন্য অবতারে। অবশ্য ‘অন্য’ নয়। এই অবতারে তাঁকে হামেশাই দেখা যায়। চার রকম অবতারে দেখা গিয়েছে তাঁকে। প্রথমত, টুর্নামেন্ট শুরুর আগেই গেইলকে দেখা গিয়েছিল, এক লেকে ভাংড়া গানের ছন্দে নাচতে। ইনস্টাগ্রামে লেখা ছিল, ‘কামিং ইন্ডিয়া’, ‘লিভ পঞ্জাব প্লে পঞ্জাব’।
গত বছরেই ক্রিস গেইল আবার ভারতে এসে নেচেছিলেন সানি লিয়নের বিখ্যাত ‘লায়লা ও লায়লা’ গানের ছন্দে। দু’দিন আগেই গেইলের এক ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়। যেখানে তাঁকে দেখা গিয়েছিল সতীর্থদের সঙ্গে উদ্দাম নাচতে। ‘ক্রিকেটফ্রিক’ সেই অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও-র ক্যাপশন ছিল ‘ইউনিভার্স বস-পার্টি টাইম।
লেটেস্ট ভিডিও-য় অবশ্য সকলকে চমকে দিয়েছেন তিনি। সামনে পাঁচ দিনের ছুটি। ৪ মে কিংসদের পরের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তার আগে গোয়ায় ছুটি কাটাতে চলে গেলেন ক্রিস গেইল। সেখানেই তাঁর সাক্ষাৎ করার কথা বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বার সঙ্গে। এক পোকার টুর্নামেন্টে অংশ নেবেন তিনি।
#TheUniverseBoss aka @henrygayle ... Playing the game like no ones business... Living the life in #Gooaaa...The Storm is here ... #GayleStormDPT#ChrisGayle @TheDeltinLife @Abhigoindi pic.twitter.com/wqc4pYv6Qf
— Adda52.com (@Adda_52) April 27, 2018
উত্তর ভারতের জনপ্রিয় গান ‘তেরি আখোঁয়ি কি কাজল’ গানেও বিরাট কোহলির সঙ্গে তুমুল নাচতে দেখা যায়। তাঁর নাচের স্টেপও অবাক করার মতো নির্ভুল। বরাবরই রঙিন তিনি। দেশ হোক বা বিদেশ— কার্নিভ্যাল মুডে থাকেন তিনি। ভারতে থাকলে যেন নিজেকে আরও বেশি মেলে ধরেন।
ইউটিউবের এন্টারটেইনমেন্ট টিউব চ্যানেল থেকে ভিডিও থেকে গৃহীত