লাসিথ মালিঙ্গা কিংবা জসপ্রীত বুমরা। বললেই চোখের সামনে ভেসে ওঠে অদ্ভূত দর্শন বোলিং ডেলিভারি। কেদার যাদবের বোলিং অ্যাকশন নিয়েও অনেক কথা উঠেছে।
এবার আরও অবাকল করলেন মনোজ তিওয়ারি। চলতি আইপিএল-এই মনোজ তিওয়ারির বোলিং অ্যাকশন রীতিমতো ‘হিট’। কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে তাঁর একটি ডেলিভারি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
অনেকেই বলছেন, মনোজের ডেলিভারি গলি ক্রিকেটের মতো। দেশের বিভিন্ন প্রান্তের গলি ক্রিকেটে অদ্ভূত অ্যাকশন সমেত বল করেন। সেখানে নিয়মের বালাই থাকে না। আন্তর্জাতিক স্তরে সেই বোলিং ডেলিভারি বৈধতা পাওয়ার প্রশ্নই নেই।
মনোজের ডেলিভারি সেই রকম হওয়ার প্রশ্ন উঠেছিল, আদৌ তাঁর ডেলিভারি বৈধ তো? তবে এখনও পর্যন্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠেনি। স্টাম্পের উচ্চতার নিচে পৌঁছাচ্ছিল তাঁর ডেলিভারি। যা উচ্চতায় মালিঙ্গার ডেলিভারির চেয়েও কম। জানা গিয়েছে, বিপক্ষের রান আটকানোর জন্যেই তিনি এমন ডেলিভারি করেছিলেন।
মনোজের এমন বোলিং দেখেই হাসির ছররা সোশ্যাল মিডিয়ায়। ট্রোলিংয়ের নিশানাতেও তিনি। হায়দরাবাদ বনাম পঞ্জাব ম্যাচে ১৩ রানে জিতে যায় কেন উইলিয়ামসনদের টিম। সেই ম্যাচেই মনোজের ডেলিভারি এখন সোশ্যাল মিডিয়ার চর্চায়।
কেরিয়ারের শুরুতে মনোজ তিওয়ারি লেগ স্পিনার হিসেবে নজরে এসেছেন। কিংস-দের জার্সিতে ব্যাট হাতে তেমন সাফল্য পাননি। তবে ডেলিভারির সৌজন্যে তিনি আপাতত বিখ্যাত।
Manoj Tiwary giving tough competition to Kedar Jadhav. 😂😂#VIVOIPL #SRHvKXIP pic.twitter.com/brKh9cfOsR
— Tarun🇮🇳 (@tarun7sk) April 26, 2018
2nd time I've seen Manoj Tiwary going this low.1st time was when he made that Rashid Latif video. pic.twitter.com/5XSzb0jJCH
— PSL Troll (@psl_troll) April 26, 2018
Signaling No-ball !!!
— Dugout Cricket 🇮🇳 (@DugoutCricket) April 26, 2018
Manoj Tiwary that's not your job.#SRHvKXIP #IPL2018 pic.twitter.com/6TOvarPfCi