বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিংহ ধোনি! চলতি আইপিএল-এর অন্যতম বড় দ্বৈরথ ছিল। সেখানেই সেই পুরনো ক্ল্যাসিক মহেন্দ্র সিংহ ধোনি। ধুঁকতে থাকা দলের ত্রাতা, ফিনিশার, ট্রে়ডমার্ক ছক্কা মেরে দলকে জেতানো— এমএস ধোনি স্বমহিমায়। যা দেখে হিমালয় থেকে কন্যাকুমারিকা ফের উদ্বেলিত।
যাইহোক, ভিন্টেজ ধোনি ফেরত আসার মঞ্চেই ফের রেকর্ড! ধোনির ৩৪ বলে ৭০ রানের ইনিংসে নেতা হিসেবে টি-২০’তে ৫০০০ রান পেরিয়ে গেলেন। নতুন বেঞ্চমার্কই যেন তৈরি করে দিলেন। টি-২০’তে বর্তমানে মাহির সংগ্রহে ৫০১০ রান। নেতা হিসেবে কুড়ি বিশের ক্রিকেটে প্রথমবার ৫০০০ রানে পৌঁছনোর কৃতিত্ব আপাতত তাঁর-ই। দ্বিতীয় স্থানে রয়েছেন কেকেআর-প্রাক্তনী ও দিল্লি ডেয়ারডেভিলসের সদ্য বিদায়ী নেতা গৌতম গম্ভীর। গম্ভীরের সংগ্রহে ৪২৪২।
খুব পিছিয়ে নেই বিরাট কোহলিও। নেতা হিসেবে তিনি করে ফেলেছেন, ৩৫৯১ রান। সেরা পাঁচের তালিকায় তিন ভারতীয় থাকলেও রয়েছেন শোয়েব মালিকও। টি টোয়েন্টিতে দেশ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্ব দেওয়া শোয়েব রয়েছেন পঞ্চম স্থানে— ২৯০২ রান। চতুর্থ স্থানে রয়েছেন পার্থ স্কর্চার্স-অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক মার্টিন ক্লিনগার (৩০৮৪)।
মাঠে নামলেই রেকর্ড! ৩৬ বছরেও বুড়ো হালে ভেলকি দেখাচ্ছেন মাহি! এ আর আশ্চর্যের কী!