লিওনেল মেসির চেয়ে চারশোর বেশি পয়েন্টের ব্যবধানে তিনি চতুর্থবার ব্যালন ডি’ওর জিতলেন। তবু, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভুলতে পারছেন না আয়কর ফাঁকি নিয়ে তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমের অভিযোগ!
ইউরোপের ১২টি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, রোনাল্ডো ১৫০ মিলিয়ন ইউরো (ভারতীয় মূদ্রায় ১০৭৭ কোটি টাকা) আয়কর ফাঁকি দিয়েছেন। ফরাসি ফুটবল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘খেতাব জয়ের আনন্দ ভুলিয়ে দিল আমার বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার এই অভিযোগ! এটা মেনে নেওয়া যায় না।’’ তিনি আরও বলেছেন, ‘‘এই অভিযোগে শুধু আমি নই, আমার পরিবারের সদস্যরাও আঘাত পেয়েছে। জেলে অনেক নির্দোষ বন্দিও থাকে। মনে হচ্ছে আমি তাদের একজন।’’
ব্যালন ডি’ওর জয়ের পর সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে লিওনেল মেসির ভক্তরা বিদ্রুপ করেছেন রোনাল্ডোকে। কিন্তু রোনাল্ডো শ্রদ্ধাশীল মেসির প্রতি। বলেছেন, ‘‘মেসি গ্রেট ফুটবলার।’’ সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, মেসির সঙ্গে এক দলে খেললে তাঁর ব্যালন ডি’ওরের সংখ্যা কি আরও বেশি হতো? রোনাল্ডোর জবাব, ‘‘ব্যাপারটা আকর্ষণীয় হতো।’’ আরও বললেন, ‘‘এক দলে খেললে আমার ব্যালন ডি’ওরের সংখ্যা ওর চেয়ে বেশিই হতো! তবে মেসিও পিছিয়ে থাকত না। প্রত্যেকেই জানে ও কত বড় ফুটবলার।’’
রোনাল্ডো আগামী মরসুমেও ব্যালন ডি’ওর জিততে চান।। তবে। এখন তাঁর লক্ষ্য ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতা। কিন্তু তাঁরও বয়স ৩১। রোনাল্ডোর ব্যাখ্যা, ‘‘শরীরের চাহিদা বুঝতে হবে। সেই অনুযায়ী ঠিক করা উচিত প্রাক-মরসুম ট্রেনিং কীভাবে হবে। মরসুমের শুরু নয়, শেষের কথাও ভাবতে হবে। এটা স্প্রিন্ট নয়, ম্যারাথন।’’
মাঠে জায়গা বদলের ভাবনাও রোনাল্ডোর রয়েছে। বলেছেন, ‘‘যেদিন বুঝতে পারব, ফিটনেস আগের মতো নেই, নিজেই জায়গা পরিবর্তন করে অন্য পোজিশনে খেলতে শুরু করব!’’