দু’মাস আগে এখানেই তিনি এসেছিলেন অলিম্পিক টেস্ট ইভেন্টে অংশ নিতে। এবার পদক জয়ের কঠিন লড়াই। রিও দে জেনেইরো’তে রবিবার পা রেখে উল্লসিত ভারতের একমাত্র মহিলা জিমন্যাস্ট দীপা কর্মকার। তিনি বলেছেন, ‘‘কয়েক মাস আগেই এখানে এসেছিলাম। রিও’র খুব সুন্দর স্মৃতি রয়েছে। ইতিবাচক
মানসিকতা নিয়েই অভিযান শুরু করতে চাই। পদক জেতার জন্য লড়াই করব।’’
রবিবার দীপা এবং তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী’কে অলিম্পিক ভিলেজে স্বাগত জানান ভারতীয় দলের শেফ দ্য মিশন রাকেশ গুপ্ত। ভারতীয় মহিলা জিমন্যাস্ট বলেছেন, ‘‘খুব দীর্ঘ সফর ছিল। তবে আগামী দু’একদিনের মধ্যে জিম এবং ট্রেনিং শুরু করে দিতে পারব।’’ যোগ করেছেন, ‘‘আগেও তো এখানে এসেছি। তাই জিম, সুইমিং পুল এবং অন্যান্য ট্রেনিং সেন্টার কোথায় রয়েছে, সেটা আমি আগে থেকেই জানি। ফলে আমার পক্ষে এখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া অনেক সহজ হবে।’’
অলিম্পিক ভিলেজে শুটার হিনা সিধু। —পিটিআই
দীপার সঙ্গে রবিবারই রিও’তে পৌঁছলেন ভারতীয় মহিলা শুটার হিনা সিধু। তাঁর সঙ্গে ছিলেন স্বামী তথা কোচ রোনক পণ্ডিত। এবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ২৫ মিটার পিস্তল ইভেন্টে নামবেন হিনা। তাঁকে ঘিরে পদকের স্বপ্ন দেখছেন ভক্তরাও। হিনা বলেছেন, ‘‘জার্মানি থেকে টানা ১২ ঘণ্টার উড়ান ছিল। ফলে একটু ক্লান্ত লাগছে। তবে যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করে নেমে পড়তে হবে প্র্যাক্টিসে।’’
অলিম্পিক ভিলেজে শুটার অভিনব বিন্দ্রা। —পিটিআই
শনিবারই অলিম্পিক ভিলেজে পৌঁছে গিয়েছেন বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা। পৌঁছে গিয়েছে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দলও। রবিবার হাল্কা ট্রেনিংয়ের পাশাপাশি সর্দার সিংহদের সুইমিং সেশন করিয়েছেন কোচ রোল্যান্ট অল্টম্যান্স। ভারতীয় দলের শেফ দ্য মিশন রাকেশ গুপ্ত বলেছেন, ‘‘অলিম্পিক ভিলেজের পরিবেশের সঙ্গে হকি দলের সদস্যরা খুব ভাল মানিয়ে নিয়েছে। ভাষা নিয়ে সমস্যা হচ্ছে। তবে দোভাষী চলে এলে সেই সমস্যা কেটে যাবে বলেই মনে হচ্ছে।’’