পঞ্জাবের কাছে হার মুম্বইয়ের
চ্যাম্পিয়ন্স টেনিস লিগে মঙ্গলবার পঞ্জাব মার্শালস-এর বিরুদ্ধে ১৯-২১ হেরে গেল মুম্বই মাস্টার্স। পুরুষ সিঙ্গলসে পঞ্জাবের মার্কোস বাগদাতিস ৫-৪ হারিয়েছেন মুম্বইয়ের সান্তিয়াগো গিলার্দো-কে। মহিলা সিঙ্গলসে পঞ্জাবের ফ্ল্যাভিয়া পেন্নেত্তা হারান এলিনা শ্বিতোলিনা-কে।
আই লিগের নতুন ফর্ম্যাট
আগামী মরসুমে ন’দলের আই লিগে নতুন ফর্ম্যাট আনার কথা ভাবছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গতবারের শীর্ষে থাকা প্রথম চার দল খেলতে পারে হোম-অ্যাওয়ে এবং নক-আউট পদ্ধতিতে। এই নিয়ে বুধবার ফেডারেশনের কর্তারা আলোচনায় বসবেন।
বক্সিংয়েও ডোপিং নিয়ে উদ্বেগ
শনিবার শুরু হচ্ছে বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নশিপ। তার আগে ডোপিং নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটিশ বক্সিং তারকা টাইসন ফিউরি। বললেন, ‘‘বক্সিংয়েও এখন ডোপ করার প্রবণতা বেড়ে চলেছে।’’
এখনই অবসর নয় রজারের
এখনই অবসর নিচ্ছেন না রজার ফেডেরার। সুইৎজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা ২০১৭ পর্যন্ত স্টুটগার্টে গ্রাস কোর্ট টুর্নামেন্টে খেলার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছেন।
কোয়ার্টার ফাইনালে অর্ঘ্য
কলকাতায় এআইটিএ টেনিস টুর্নামেন্টে অঘটন! অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে ষষ্ঠ বাছাই অর্জুন মারিয়াপ্পাকে ৬-৩, ৬-১ হারায় অর্ঘ্য দাস। যুবরানি বন্দ্যোপাধ্যায় ৬-১, ৬-১ হারাল মেঘা রায়কে।