SEND FEEDBACK

English
Bengali

বৃহস্পতিবারের ইডেন ছিল ধোনিময়! প্র্যাকটিসে কী করলেন ধোনি? রইল ভিডিও

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ফেব্রুয়ারি ২৪, ২০১৭
Share it on
ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের দলের হয়ে ফের অধিনায়কত্ব করবেন মাহি।

গত ২২ ফেব্রুয়ারিতে ট্রেনে চড়ে আম আদমির মতোই কলকাতাতে পা রেখেছিলেন ধোনি। বুঝিয়ে দিয়েছিলেন তিনি মাঠের বাইরেও তিনি নায়কই বটে। শুক্রবার ঝাড়খণ্ড দলের সঙ্গে ইডেনে প্র্যাকটিসে নেমে পড়লেন তিনি। বেশ কিছুক্ষণ কাটালেন নেটে। 

আরও পড়ুন

তারকা নন, কলকাতায় এলেন ‘সাধারণ’ ধোনি। নীরবে আইপিএল মালিককে জবাব?

ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের দলে ফের অধিনায়কত্ব করবেন তিনি। তার আগে এদিন নেটে সতীর্থদের ভাল করে পরখ করে নিলেন ধোনি।

বৃহস্পতিবার ইডেনে ধোনিকে দেখতে সকালে বেশ ভালই ভিড় হয়েছিল। সিএবি-র খেলোয়াড়, সাংবাদিক ছাড়াও ইডেনের সামনে ধোনিকে দেখতে বহু লোক জড়ো হয়েছিলেন। ইডেনে ঘন্টাখানেক প্র্যাকটিসের পর ফের তিনি দলের সঙ্গে হোটেলে ফিরে যান।

ভিডিও ১—

ভিডিও ২—

Mahendra Singh Dhoni Jharkhand Vijay Hazare Trophy Eden Garden
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -