এশিয়ান গেমসে দীপা কর্মকারের নতুন অস্ত্র। নতুন ভল্ট। তার জন্যই নিজেকে এখন তৈরি করছেন পদ্মশ্রী জিমন্যাস্ট। তাহলে কি ত্রিপুরার ‘পদ্ম-কন্যে’ প্রোদুনভা ভল্টকে বাতিল করে দিলেন ?
একদমই নয়। তবে এখনই প্রোদুনভা ভল্টও নয়। দীপা এখন পাখির চোখ করছেন, অন্য একটি নতুন ভল্টকে। তার নাম হ্যান্ডস্প্রিং স্ট্যান্ডবডি ফ্রন্ট সামারসল্ট উইথ ৫৪০ ডিগ্রি ভল্ট। এই নতুন অস্ত্রকে আরও ক্ষুরধার করার জন্য এশিয়ান গেমসের আগেই দীপা ও তাঁর দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী উড়ে যাবেন মস্কোয়। সেখানকার মস্কো ডায়নামো ক্লাবেই এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নেবেন দীপা।
মস্কোর এই বিখ্যাত ক্লাব একসময়ে জন্ম দিয়েছে গ্যালিনা গোরোখোভার মতো পদকজয়ী অলিম্পিয়ান, মিখাইল ভোরোনিনের মতো জিমন্যাস্ট। মস্কোর সেই বিখ্যাত ক্লাবকেই বেছে নিচ্ছেন দীপা ও বিশ্বেশ্বর।
বেঙ্গল বেসবল অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর দীপা ও বিশ্বেশ্বর।শনিবার সংস্থার উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে দীপা বলেন, ‘‘এশিয়ান গেমসের আগে মস্কো ডায়নামো ক্লাবে অনুশীলন করার ইচ্ছা রয়েছে।’’ জাকার্তায় ১৮ অগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।
নতুন ভল্ট রপ্ত করার অনুশীলনও জোরকদমে শুরু করে দিয়েছেন দীপা। তাই বলে প্রোদুনভা ভল্ট ছাড়ছেন না তিনি। এই প্রোদুনভা ভল্টের মাধ্যমেই তাঁর যে জগৎজোড়া খ্যাতি। দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী বলছিলেন, ‘‘দীপাকে এখন প্রোদুনভার বেসিকটা করাচ্ছি। নতুন একটা ভল্টও করাচ্ছি। আশা করি ওটাও দ্রুত ও রপ্ত করে ফেলবে। প্রোদুনভা দীপা ছাড়বে না। আরেকটু স্টেবল হলে পুরোদমে প্রোদুনভা শুরু করে দেব।’’
অস্ত্রোপচারের পরে ফিরে আসার লড়াই শুরু করেছেন দীপা। শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। তার পরেই এশিয়ান গেমস। যার জন্য কমনওয়েলথ গেমসে যাননি দীপা। এশিয়ান গেমসের জন্য নতুন ভল্ট আয়ত্ত করার জন্য ঘাম ঝরাচ্ছেন পদ্ম-কন্যে। প্রোদুনভা দিয়ে নাম কিনেছিলেন রিওতে। এবার নতুন ভল্টেও জাকার্তা মাতাতে প্রস্তুত ত্রিপুরার মেয়ে।