ক্রিকেট সহ অন্য সম্পর্ক আগেই ছিন্ন হয়েছিল। তবে এবার আরও খাদের কিনারায় ঠেলে দেওয়া হল ক্রিকেট সম্পর্ককে। পুলওয়ামা কাণ্ডের পরিপ্রেক্ষিতে গোটা দেশ জুড়ে ক্ষোভের বারুদ জ্বলছে। অগ্নিগর্ভ পরিস্থিতিতে এবার জানা গেল, এদেশে ‘ডিস্পোর্টস’-এ পাকিস্তান সুপার লিগ দেখতে পাওয়া যাবে না। ভারতে সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনই খবর মুম্বইয়ের এক ট্যাবলয়েডে।
ভারতে এতদিন পিএসএল দেখানোর জন্য কোনও সম্প্রচারকারী চ্যানেল ছিল না। তবে ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে এবার ডিস্পোর্টস-এর তরফে সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টিভি স্বত্ত্বও কিনেছিল চ্যানেলটি। তবে ভারতীয় এই সম্প্রচারকারী চ্যানেল জানিয়ে দিল, তারা পাকিস্তানি সুপার লিগের খেলা আর দেখাবে না। পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদস্বরূপ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চতুর্থ সংস্করণের পিএসএল-এর খেলা শুরু হয়ে গিয়েছে দুবাইতে। ফাইনাল পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানেই। ষষ্ঠ দলীয় এই টুর্নামেন্টে বেশ কিছু নামি তারকারাও অংশ নিচ্ছেন। তবে তার আগেই ডিস্পোর্টসে খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হল।
কাশ্মীরে জওয়ানদের নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ভাবা গিয়েছিল শুক্রবার রাত থেকেই ভারতে পিএসএল-এর সম্প্রচার বন্ধ হয়ে যাবে। তবে প্রযুক্তিগত কিছু সমস্য়ার কারণে শনিবার পর্যন্ত চালু ছিল সম্প্রচার। চ্যানেলের এক আধিকারিক জানিয়েছেন, খেলার সম্প্রচার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।