অবিশ্বাস্যভাবে সানরাইজার্স হায়দরাবাদ-এর বিরুদ্ধে ম্যাচ বের করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ফ্যাফ দু’ প্লেসি বিধ্বংসী ব্যাট করেছেন ম্যাচে। তাঁকে শেষের দিকে যোগ্য সঙ্গত করেছেন শার্দুল ঠাকুর।
ওপেন করতে নেমেছিলেন দু’ প্লেসি। শেষ পর্যন্ত ব্যাট করে যান তিনি। ভুবনেশ্বর কুমারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইকে ফাইনালে পৌঁছে দেন তিনি। এই জয়ের ফলেই আইপিএল-এ ন’ বারের মধ্যে সাত বার ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করল চেন্নাই।
হায়দরাবাদকে কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে ওঠার পর চেন্নাই দলের ক্রিকেটাররা উচ্ছ্বাসে ভেসে যান। দু’ প্লেসি ছক্কা মেরে জেতানোর পরে মাঠেই ছুটে আসেন দলের ক্রিকেটাররা। ড্রেসিংরুমেও চলে উৎসব। নেচে-গেয়ে ড্রেসিংরুম জমিয়ে দেন ডোয়েন ব্র্যাভো। চেন্নাই অধিনায়ক ধোনির সম্মানে নাচেন তিনি। ব্র্যাভোর নাচের সময় হাসতে দেখা যায় ধোনিকে। ব্র্যাভোর সঙ্গে নাচের তালে যোগ দেন হরভজন সিংহও। পরে আরও কয়েকজন ক্রিকেটারও পা মেলান সেই নাচের সঙ্গে।
Holla Lions! Here's cheering up your Wednesday with Champion @DJBravo47's #RunDWorld scenes with the Lions last night! #WhistlePodu 🦁💛 @ImRaina @imjadeja @faf1307 @ShaneRWatson33 @david_willey @ImranTahirSA @RayuduAmbati @itsmadhu @Sanjay_lives @lakshuakku pic.twitter.com/RYjEViyofb
— Chennai Super Kings (@ChennaiIPL) May 23, 2018