আজ ভারতীয় ফুটবলের জাজমেন্ট ডে। বৃহস্পতিবারই নতুন আইলিগ চ্যাম্পিয়ন পেয়ে যাবে দেশের ফুটবলপাগলরা।
চারটি দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ছে। কলকাতার যুবভারতীতে ইস্টবেঙ্গল-নেরোকা মুখোমুখি। বিরতির সময়ে নেরোকা ১-০ গোলে এগিয়ে রয়েছে। নেরোকার হয়ে গোল করেছেন ফেলিক্স চিডি।
ঘরের মাঠে মিনার্ভার প্রতিপক্ষ চার্চিল। পঞ্জাবের দলটি ১-০ গোলে এগিয়ে রয়েছে। গোল করেছেন ওকোপু। লিগ টেবলের যা অবস্থা তাতে এদিন মিনার্ভা জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। দেশের অন্য প্রান্তে মোহনবাগানের মুখোমুখি গোকুলাম। বিরতির সময়ে মোহনবাগান ও গোকুলামের খেলার ফলাফল ১-১। মোহনবাগানকে এগিয়ে দেন ডিকা। হেনরি সমতা ফেরান গোকুলামের হয়ে।