SEND FEEDBACK

English
Bengali
English
Bengali

ম্যাচটা তো একাই নিয়ে গেলি, হেরে মনোজকে বলে গেলেন ধাওয়ান

নিজস্ব সংবাদদাতা | ফেব্রুয়ারি ১৭, ২০১৭
Share it on
আগের দিন ম্যাচ জিতিয়েছিলেন বল হাতে। যুবরাজ সিংহ-হরভজন সিংহদের উত্তরাঞ্চলের বিরুদ্ধে বৃহস্পতিবার মনোজ তিওয়ারি জ্বলে উঠলেন ব্যাটে। তাঁর দাপট দেখে উচ্ছ্বাস গোপন করতে পারলেন না পরাজিত শিখর ধাওয়ানও।

আগের দিন ম্যাচ জিতিয়েছিলেন বল হাতে। যুবরাজ সিংহ-হরভজন সিংহদের উত্তরাঞ্চলের বিরুদ্ধে বৃহস্পতিবার মনোজ তিওয়ারি জ্বলে উঠলেন ব্যাটে। মাত্র ৪৩ বলে অপরাজিত রইলেন ৭৫ রানে। মনোজের ইনিংসে পাঁচটি চার ও পাঁচটি ছক্কা। তাঁর দাপট দেখে উচ্ছ্বাস গোপন করতে পারলেন না পরাজিত শিখর ধাওয়ানও।
মুম্বই থেকে মোবাইল ফোনে মনোজ বললেন, ‘‘দলকে ম্যাচ জেতাতে পারাটা তৃপ্তিদায়ক অনুভূতি। শুরু থেকেই ছন্দ পেয়ে গিয়েছিলাম। মাঠ ছেড়ে বেরনোর সময় শিখর মজা করে বলছিল, ভাই, ম্যাচটা তো একাই নিয়ে চলে গেলি।’’ উত্তরাঞ্চল প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৯ রান তুলেছিল। মূল পর্বে প্রথম ম্যাচ খেলতে নেমে প্রজ্ঞান ওঝা নিলেন তিন উইকেট। দু’টি উইকেট সায়ন ঘোষের। রান তাড়া করতে নেমে ২১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পূর্বাঞ্চল। মনোজের পাশাপাশি বিরাট সিংহ ৪৮ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন।
টানা তিন ম্যাচে জিতে পূর্বাঞ্চল কার্যত চ্যাম্পিয়ন হয়ে গেল। তিন ম্যাচে মনোজদের পয়েন্ট ১২। মধ্যাঞ্চলের ৮ পয়েন্ট। পশ্চিমাঞ্চলের সঙ্গে ম্যাচ বাকি রয়েছে পূর্বাঞ্চলের। শেষ ম্যাচে বড়সড় কোনও অঘটন না ঘটলে মনোজের হাতে ট্রফি ওঠা নিশ্চিত।
সংক্ষিপ্ত স্কোর: উত্তরাঞ্চল ১৫৯/৯ (যুবরাজ সিংহ ৩৮, শিখর ধাওয়ান ২০, গৌতম গম্ভীর ২০, প্রজ্ঞান ওঝা ৩-৩৩, সায়ন ঘোষ ২-২৭) বনাম পূর্বাঞ্চল ১৬২/২ (মনোজ তিওয়ারি ৭৫ নঃ আঃ, বিরাট সিংহ ৭৪ নঃ আঃ)।

Manoj Tiwari Shikhar Dhawan
Share it on
Community guidelines
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -