রবিবার সনি ম্যাজিক দেখতে যুবভারতী স্টেডিয়ামে হাজির থাকতে পারেন তাঁর বন্ধু। সনি নর্দেকে সামনে রেখেই মোহনবাগান কোচ খালিদ জামিল ইস্টবেঙ্গলকে থামানোর পরিকল্পনা ছকছেন। রবিবার বন্ধুর খেলা দেখলেও তার দিন তিনেক বাদেই বন্ধুর বিরুদ্ধে নেমে পড়বেন তিনি। এত পর্যন্ত পড়ার পরে অনেকেরই ধারণা হতে পারে, কে তিনি? তিনি ফ্যাবিয়েন ভোরবে। সনি নর্দের বন্ধু।
শুক্রবারই কলকাতার বিমান ধরছেন। শনিবার শেষ রাতে তিনি কলকাতায় পৌঁছচ্ছেন। আর রবিবার বিকেলেই তিনি পৌঁছে যাবেন ডার্বি দেখতে।
গোকুলাম-এ সই করেছেন তিনি। রবিবার ইস্ট-মোহনের দ্বৈরথ। ৩০ তারিখ মোহনবাগানের সামনে গোকুলাম। ডার্বির দিনই কেরলের দলটি পৌঁছে যাবে কলকাতা। লিগ তালিকায় গোকুলাম এখন ৯ নম্বরে। বাকি রয়েছে আরও সাতটি ম্যাচ। সেই সাতটি ম্যাচের দিকেই তাকিয়ে কেরলের দলটি।