এ যেন ৬ আর ৭ মুখোমুখি! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইন আপে আটটি দেশের ইংরেজি বানান তেমনটাই বলছে। উরুগুয়ে, ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, সুইডেন, ইংল্যান্ড, রাশিয়া, ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালের পাসপোর্ট জোগাড় করে নিয়েছে।
এদের মধ্যে ফ্রান্স, ব্রাজিল, সুইডেন ও রাশিয়ার ইংরেজি বানানে বর্ণসংখ্যা ৬টি। বাকি চারটি দলের ইংরেজি বানানে বর্ণসংখ্যা ৭টি। ব্রাজিল বনাম বেলজিয়াম ও ফ্রান্স বনাম উরুগুয়ে ম্যাচ আজ, শুক্রবার। এর মধ্যে ব্রাজিলের বর্ণসংখ্যা ৬ আর বেলজিয়ামের ৭। একই কথা প্রযোজ্য ফ্রান্স ও উরুগুয়ের ক্ষেত্রেও।
ফ্রান্স-উরুগুয়ে ম্যাচে যেমন ফ্রান্সের বানানে বর্ণের সংখ্যা ৬টি, আর উরুগুয়ের বানানে ৭টি। সুইডেন বনাম ইংল্যান্ড অথবা রাশিয়া-ক্রোয়েশিয়া ম্যাচে আবার উলটো ঘটনা। এখানে আবার ৭ আর ৬-এর লড়াই। আজ ৬ জুলাই দুটো কোয়ার্টার ফাইনাল। ৭ জুলাই বাকি দুটো কোয়ার্টার ফাইনাল। তারিখেও ৬ আর ৭।
কথায় বলে সাতে-পাঁচে। বিশ্বকাপে তৈরি হল সাতে-ছয়ের বিচিত্র সম্পর্ক।