হারের জ্বালা এখনও জুড়োয়নি। প্রশ্ন উঠে গিয়েছে শ্রেষ্ঠত্ব নিয়েই। শেষ ম্যাচে জিতলেও রয়েছে অনেক অঙ্কের হিসেব নিকেশ। এমন অবস্থাতেই লিওনেল আন্দ্রেস মেসি-র কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ক্রোয়েশিয়ার প্রথম গোলের নায়ক আন্টে র্যাবিচ।
ফ্র্যাঙ্কফুটে খেলা স্ট্রাইকার আর্জেন্তিনা গোলকিপার উইলি কাবায়েরোর ক্ষণিকের ভুলের সদ্ব্যবহার করে যান দুরন্ত গোল করে। র্যাবিচের গোলের পরেই ভেঙে পড়ে আর্জেন্তিনার সমস্ত প্রতিরোধ। এরপরে আরও দু’গোল করে যান র্যাকিচিচ ও লুকা মড্রিচ।
ম্যাচের পরে মেসিকে কার্যত অপমান করেই র্যাবিচ জানালেন তাঁর মনের কথা। তিনি বলেন, ‘‘সত্যি কথা বলতে আমার বন্ধুর জন্য মেসির জার্সি নেওয়ার ইচ্ছে ছিল। ও মেসির ভীষণ বড় ভক্ত। তবে মাঠে আর্জেন্তিনা এতটাই খারাপ খেলেছিল যে আমি আর জার্সি-ই চাইনি।’’
আর্জেন্তিনার খেলার মান নিয়েও কটাক্ষ করেছেন ক্রোট তারকা। তিনি বলেছেন, ‘‘ব্যক্তিগতভাবে ওদের থেকে আরও লড়াই আশা করেছিলাম। অন্তত, যাঁরা প্রিমিয়ার লিগে খেলে তাঁরা তো এমন হাই টেম্পো ম্যাচে খেলে অভ্যস্ত। নিকোলাস ওটামেন্ডিকেই দেখ। ম্যাচের চার মিনিটেই মান্দুকিচ ওকে মাটিতে ফেলে এগিয়ে গেল।’’
আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচ অবশ্য আরও একটা কারণে দীর্ঘদিন স্মরণে থেকে যাবে চোরাগোপ্তা মার, ফাউলের জন্য। সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন র্যাবিচ, ‘‘ওদের আচরণ, ব্যবহার আমাকে হতাশ করেছে। পরিষ্কার-পরিচ্ছন্ন খেলায় ভীষণই অভাব ছিল। সবসময়েই আমাদের মারামারিতে প্ররোচিত করছিল। একজন ক্রীড়াবিদের জানা উচিত হার কী ভাবে মেনে নিতে হয়।’’