বুট বিপাকে চরম সমস্যায় ইরান দল। কার্যত বুট ছাড়াই বিশ্বকাপে খেলতে রাশিয়া গিয়েছে ইরান। আসলে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে বুট প্রস্তুতকারী সংস্থার তরফে ইরান ফুটবলারদের মেলেনি বুট।
বিশ্বকাপে শুক্রবারেই ভারতীয় সময়ে সাড়ে আটটায় ইরান খেলতে নামছে মরক্কোর বিরুদ্ধে। সেই ম্যাচের আগেই বিপাকে মজিদ বাসকরের দেশের ফুটবলাররা। কার্যত বাধ্য হয়েই ইরানের ফুটবলাররা রাশিয়া থেকে কিনেছে বুট।
তড়িঘড়ি সেই বুট কিনেই জোড়াতাপ্পি দিয়ে প্রথম ম্যাচ খেলতে নামছে ইরান। আন্তর্জাতিক রাজনীতিতে ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটেই ভাল নয়। পারমানবিক চুক্তি বাতিল করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছেন।
ঘটনাচক্রে, ইরানের ফুটবলারদের বুট সরবরাহ করার দায়িত্বে ছিল এক মার্কিন বুট প্রস্তুতকারী সংস্থা। সেই নিষেধাজ্ঞারা শর্ত মেনেই ফুটবলারদের বুট সরবরাহ করতে পারেনি নাইকে। সেকথা রীতিমতো ঘোষণা করে আগেই জানিয়ে দিয়েছিল তাঁরা।
এমন ঘটনায় বেশ বেকায়দায় পড়ার পর ইরান ফুটবলাররা নিজেদের চেনা জানা বিদেশি ফুটবলারদের কাছ থেকে কিছু বুট সংগ্রহ করে। বাকিদের জরুরী কালীন ভিত্তিতে জোগাড় করতে হয়েছে রাশিয়া থেকে।
যদিও ইরানের কোচ কার্লোস কুইরোজ বলছেন, এমন ঘটনা ফুটবলারদের আরও ঐক্যবদ্ধ করবে। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘‘এটা আমাদের কাছে অনুপ্রেরণা জোগাবে। দলের প্রত্যেকেই নিষেধাজ্ঞা সম্পর্কে সচেতন। ওদের (নাইকের) এমন ঔদ্ধত্ব্যপূর্ণ আচরণের জন্য ২৩ জন ফুটবলারের কাছে ক্ষমা চাওয়া উচিত।’’