আজ ঈশ্বরের জন্মদিন। বিশ্বকাপের এখনও পর্যন্ত হতাশ করেছেন তিনি। প্রথম ম্যাচে পেনাল্টি মিস। আর পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলহারা হয়েছে মেসির আর্জেন্টিনা। তাই ভক্ত থেকে নিন্দুক, সবাই রাগ-ক্ষোভ উগরে দিয়েছেন গোটা দলের বিরুদ্ধে। এই হারের পিছনে গোলকিপার কাবালেরো আর কোচ সাম্পাওলির সিংহভাগ দায় থাকলেও নিন্দুকরা আঘাত হানছেন লিওনেল মেসির উপরেও। তাই তৃতীয় ম্যাচে কোনও মিরাকেল হবে, এই আশায় বুক বেঁধেছেন আর্জেন্টিনা ভক্তরা। এই চাপান উতরের মধ্যেই পালিত হচ্ছে মেসির জন্মদিন।
যতই তিনি পেনাল্টি মিস করুন, যতই তাঁকে নিয়ে ফেসবুকে ট্রল হোক— শেষ পর্যন্ত নামটা তাঁর লিওনেল মেসি। তাই তাঁর ৩১তম জন্মদিন উদযাপন করল কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাব। সেলিব্রেশনের সবথেকে বড় আকর্ষণ হল ৩১ পাউন্ড কেক।
মেসির পুজোয় মেতেছেন ভক্তরা। নিজস্ব চিত্র
শুধু কেক কাটাই নয়। হিন্দু শাস্ত্র মতে রীতিমতো পুরোহিত ডেকে বৈদিক মন্ত্র উচ্চারণ করে পুজো করা হয় মেসিকে। জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ভাত, ডাল, মাছ, মাংস-সহ পঞ্চব্যাঞ্জনের থালা মেসির ছবির সামনে দেওয়া হয়। পরে ১০০ জন খুদের মধ্যে বিতরণ করা হয় আর্জেন্টিনার জার্সি। মেসির জন্মদিন আর খাওয়া দাওয়া হবে না? তাই আমজনতার পেটপুজোর ব্যবস্থাও করেছিল ফ্যান ক্লাব।
দেখুন ভিডিও
উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের চায়ের দোকানদার শিবশঙ্কর পাত্রের আর্জেন্টিনার প্রতি গভীর ভালবাসার থেকে তৈরি হয় আর্জেন্টিনা ফ্যান ক্লাব। বাড়ি, আসবাবপত্র থেকে নিজের দোকান— সবই নীল-সাদায় সাজিয়েছেন শিবশঙ্করবাবু। মূলত তাঁরই উদ্যোগে গত ১০ বছর ধরে আর পাঁচটা উৎসবের মতো এভাবেই তাঁরা পালন করছেন মেসির জন্মদিন।
আজও ছিল তেমনই একটা দিন। বিশ্বকাপে মেসি যাই করুন, এই ভক্তদের হৃদয়ে যে তিনি চিরকাল সেরার আসনেই থাকবেন, তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।