সময়টা ভাল যাচ্ছে না লিওনেল মেসির। প্রথমে আইসল্যান্ডের সঙ্গে ড্র, তার পরে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে চূর্ণ হওয়া। বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা আর্জেন্টিনার। দলের নিউক্লিয়াস মেসিকে ঘিরে আপাতত ট্রোলিং-এর বন্যা।
কেবল মেসিকে খাটো দেখিয়েই আর্জেন্তিনীয় ভক্তদের আশ মিটছে না। নোংরা ট্রোলিং-এর শিকার হতে হয়েছে মেসির স্ত্রী আন্তোনেলাকেও।
ঘটনা বৃহস্পতিবারের। ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচের আগে ৩ মাসের পুত্রের ছবি পোস্ট করেন আন্তোনেলা। তার সঙ্গে লিখে দেন ‘ভামোস পাপি’। যার অর্থ ‘গো ড্যাডি’ অর্থাৎ ‘বাবা, তুমি এগিয়ে যাও।’
ম্যাচের তিন নম্বর গোল হওয়ার পরেই ক্ষোভে ফুঁসতে ফুঁসতে ভক্তরা সেই শিশুর ছবির নীচেই কটূ মন্তব্য করতে থাকেন। কেউ লেখেন ‘পাপি ইজ এ লুজার।’ অর্থাৎ ‘তোমার বাবা একজন হেরো।’ কেউ লেখেন, ‘তোমার বাবা শিগগিরি বাড়ি ফিরে আসবেন।’
তবে কেবলই ব্যঙ্গের কষাঘাত নয়। একজন আবার আন্তোনেলার উদ্দেশে লেখেন— ‘আশা করি নাইজিরিয়ার বিরুদ্ধে মেসিকে ভাল খেলার কথা আপনি বলবেন।’ কেউ লেখেন— ‘এগিয়ে যাও লিও! তোমার পরিবারের জন্য অন্তত এটা করো।’