২৪ জুন: রবিবার তাঁর ৩১তম জন্মদিন গেল। স্ত্রী আন্তোনেল্লা এখন রোসারিওতে। সেই নিয়েও আর্জেন্তিনীয় সংবাদমাধ্যম রহস্য খুঁজছিল! দু’জনের সম্পর্কে কি ভাঙন ধরল?
সাংবাদিকদের হতাশ করে আন্তোনেল্লা রোকুজ্জো রবিবার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে শুভেচ্ছা জানিয়েছেন স্বামী লিওনেল মেসি’কে। লিখেছেন, ‘আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী স্ত্রী রাখার জন্য ধন্যবাদ। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা’। স্ত্রী এখন রাশিয়ায় না থাকলেও মঙ্গলবার ছেলেদের নিয়ে যাচ্ছেন রাশিয়ায়। নাইজিরিয়ার বিরুদ্ধে ম্যাচে দেখার জন্য। জন্মদিনে অধিনায়ক আরও শুভেচ্ছা পেয়েছেন নেমার দ্য স্যান্টোস সিলভা জুনিয়র, কার্লেস পুয়োল, লুইস সুয়ারেসের কাছ থেকে।
আরও তাৎপর্যপূর্ণ রবিবার প্র্যাক্টিসে নামার পর মেসি’কে জড়িয়ে ধরা খর্খে সাম্পাওলির! কোচকে নিয়েই তো এখন যত কাণ্ড ব্রনিতসি’তে! আর্জেন্তিনা শিবিরে কোচের বিরুদ্ধেই যাবতীয় ক্ষোভ ফুটবলারদের।
কিন্তু সেই বিতর্ক রবিবার সাংবাদিকদের সামনে সযত্নে এড়িয়ে গেলেন অধিনায়ক। বরং তাঁর মুখে শোনা গিয়েছে অন্য এক শপথের কথা! মেসি বলেছেন, ‘‘বিশ্বকাপ না জেতা পর্যন্ত অবসর নেব না! বরাবরই একটা ছবি দেখেছি যে, বিশ্বকাপের ট্রফিটা হাতে নিয়ে তুলছি। শুধু সেই আকাঙ্খিত মুহূর্তের কথা ভেবে আমার চুল এখনও সোজা হয়ে যায়। লক্ষ্যাধিক আর্জেন্তিনীয় সমর্থককে সুখী করতে চাই। তাই সেই স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত অবসর নিচ্ছি না।’’ এবার আর্জেন্তিনা’কে যদি বিশ্বকাপ ছাড়াই দেশে ফিরতে হয় সেক্ষেত্রে কাতারে ২০২২-এর বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকতে হবে মেসি’কে। তখন তাঁর বয়স হবে ৩৫ বছর! কিন্তু বয়সের দিকে তাকাচ্ছেন না অধিনায়ক। বরং তাঁর মুখে স্বপ্নপূরণের কথা। বলেছেন, ‘‘আমি প্রায় সমস্ত বড় টুর্নামেন্ট জিতেছি। উন্মুখ হয়ে আছি, বিশ্বকাপ জিতে শেষটাও মধুর করতে।’’
সাম্পাওলির সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় হলেও উপস্থিত সাংবাদিকদের চোখ এড়ায়নি যে, প্র্যাক্টিস শুরু হওয়ার পর থেকে সাম্পাওলির সঙ্গে মেসি আর কথা বলেননি!