নেমারের পায়ে স্বপ্ন দেখছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে বেলজিয়াম। সেই ম্যাচেও নেমারের জন্য থাকছে কড়া প্রহরা। বেলজিয়ান ফুটবলাররা ব্রাজিলের দশ নম্বর জার্সিধারীকে খুব সহজে ছেড়ে দেবে না। কোয়ার্টার ফাইনালে নেমারকে আটকানোর জন্য বেলজিয়ানরা ফাউলেরই রাস্তা নেবে। এ কথা আগে থেকেই বলে দেওয়া যায়।
এবারের রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত নেমারকেই সব চেয়ে বেশি ফাউল করা হয়েছে। ২৩টা ফাউল করা হয়েছে নেমারকে। এত কিছুর পরেও ব্রাজিলের তারকা ফুটবলারকে নিয়ে কম সমালোচনা হয়নি। নেমারের বিরুদ্ধে ‘ডাইভ’ দেওয়ার অভিযোগ উঠেছে। মেক্সিকোর কোচ নিন্দা করেছেন নেমারের।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত নেমার কতক্ষণ মাঠে পড়েছিলেন? নেমারের সমালোচনার পাশাপাশি মাঠে পড়ে থাকার হিসেবনিকেশও করা শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ব্রাজিল খেলেছে ৪টি ম্যাচ। আর এই চারটি ম্যাচে নেমার মাঠে পড়েছিলেন ১৩ মিনিট ৫০ সেকেন্ড। প্রায় ১৫ মিনিটের মতো নেমার মাঠেই গড়াগড়ি খেয়েছেন। এর মধ্যে মেক্সিকোর বিরুদ্ধেই নেমার মাঠে পড়েছিলেন সাড়ে পাঁচ মিনিটের কাছাকাছি।
রাশিয়ায় নিজের সেরা ফর্মের ধারেকাছে নেই নেমার। ধীরে ধীরে তিনি উন্নতি করছেন। কোয়ার্টার ফাইনালে আরও উজ্জ্বীবিত নেমারকেই পাওয়া যাবে বলে আশা করছেন ব্রাজিলীয় সমর্থকরা। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই নেমারকে ১০ বার ফাউল করা হয়েছে। টুর্নামেন্ট আরও যত গড়াবে, ততই নেমারের উপরে ফাউলের সংখ্যা বাড়বে।