মারাদোনার সঙ্গে স্বাভাবিক ভাবেই তুলনা চলে আসে এই আর্জেন্টিনীয় ফুটবলারের। ১৯৮৬ সালে যেভাবে প্রায় একা দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন মারাদোনো, সে ভাবে কি মেসি পারবেন আবার আর্জেন্টিনাকে বিশ্ব সেরা করতে?
অনেকে আবার মারাদোনার সঙ্গে তুলনা করতেই চান না মেসির। তাঁর প্রতিপক্ষ নাকি পুর্তুগীজ ফুটবলার রোনাল্ডো। শনিবার সন্ধ্যাবেলায় দুই তারকাই নামছেন ময়দানে। বিশ্বকাপের ১৬ টি দলের নক আউট পর্ব থেকে শেষ ৮-এ পৌঁছনোর লড়াইয়ে নামবেন তারা। মেসির আর্জেন্টিনার লড়াই ফ্রান্সের বিরুদ্ধে। রোনাল্ডোর পর্তুগাল নামবে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে।
রোনাল্ডো না মেসি— কে বড় ফুটবলার সে বিতর্ক চলতেই থাকবে। তবে মেসি ভক্তদের মেসি-পুজোও চলতে থাকবে। ভক্ত হোন বা অ-ভক্ত, এই ক্যুইজে দেখে নিতে পারেন আপনি কতটা চেনেন এই ফুটবল তারকাকে।