ঠিক আট মাস আগে সন্ত্রাসবাদীদের হানায় এই স্তাদ দে ফ্রান্স স্টেডিয়াম থেকে আতঙ্কিত হয়ে বেরিয়ে যেতে হয়েছিল ফ্রান্সের জাতীয় দলের ফুটবলারদের! সেদিনও ফিফা ফ্রেন্ডলিতে দুই প্রতিদ্বন্দ্বী ছিল ফ্রান্স এবং জার্মানি। আট মাস পর আবার বুধবার এই দু’দল মুখোমুখি ইউরো কাপের শেষ চারে। হয়তো সেই স্তাদ দে ফ্রান্স স্টেডিয়ামেই।
১৯৫৮-র বিশ্বকাপের পর গত ৫৮ বছরে জার্মানিকে কোনও বড় চ্যাম্পিয়নশিপে হারাতে পারেনি ফ্রান্স! চার বছর আগে জার্মানির বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে শেষবার জিতেছিল ফ্রান্স। ফুটবল মাঠে দু’দেশের বৈরিতা একটু কমেছিল গত বছর ১৩ নভেম্বরের আতঙ্কের রাতের পর। ফরাসি কোচ দিদিয়ে দেশঁ বলেছেন, ‘‘গত বছর ১৩ নভেম্বরের ওই ভয়ঙ্কর রাত আমাদের মাঠের সম্পর্কটাও হয়তো একটু নরম করে দিয়েছে। সন্ত্রাসকে আমরা একসঙ্গে ধিক্কার জানিয়ে ছিলাম সেদিন।’’
কিন্তু তার মানে এই নয় যে, বুধবারের সেমিফাইনালে দু’দলের লড়াইয়ে কোনও মিত্রতা থাকবে। দেশঁ সাংবাদিকদের বলেছেন, ‘‘জার্মানি বিশ্বচ্যাম্পিয়ন। ইউরো কাপের অন্যতম সেরা দল। এই ম্যাচ জিততে গেলে অল-আউট খেলা ছাড়া উপায় নেই। আমরাও সেই মানসিকতা নিয়েই নামব।’’ অলিভিয়ের জিহু আইসল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে ম্যাচের সেরা হয়েছেন। তাঁর কথাতেও হুঙ্কার! বলেছেন, ‘‘১৯৫৮’র ম্যাচে আমাদের জয়ের কথা শুনেছি। তখন আমার জন্মই হয়নি। আমাদের সামনে বরং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের উদারহরণ। সেই ম্যাচে ভাল শুরু করেও এক গোলে হারতে হয়েছিল। এবার কিন্তু তার পুনরাবৃত্তি হবে না!’’
জার্মানির বিরুদ্ধে হারের ঘটনার সঙ্গে জিহুদের মনে করানো হচ্ছে মিশেল প্লাতিনির নেতৃত্বে ১৯৮৪ সালের ইউরো কাপ জয় এবং জিদানের নেতৃত্বে ১৯৯৮-এর বিশ্বকাপ জয়ের স্মৃতি। যে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন দেশঁ। তাই হয়তো ফরাসি কোচ বলেছেন, ‘‘প্রত্যাশার চাপ আকাশছোঁয়া! তার ওপর জার্মানি প্রত্যেক ম্যাচে স্ট্র্যাটেজি বদলাচ্ছে। এবং রক্ষণ জমাট রেখে।’’
শেষ চারের লড়াইয়ের আগে জার্মানি শিবিরের দুশ্চিন্তা চোট নিয়ে। লিগামেন্টের চোটে মাঠের বাইরে বাস্তিয়ান সোয়াইনস্টেইগার। ইতালি ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মারিও গোমেজ। রবিবার শিবির আরও বড় ধাক্কা খেল। চোটের জন্য স্যামি খেদিরাও ছিটকে গেলেন! কোচ জোয়াকিম লো-ও অদ্ভুত কথা বলে গেলেন। ‘‘ঘরের মাঠে ফ্রান্সই ফেভারিট। আমরা আন্ডারডগ। আর সেটাই আমাদের ভাল খেলার প্রেরণা। কঠিন ম্যাচ খেলতে আমি বরাবর পছন্দ করি। সেই কারণে চোট নিয়ে ভাবছি না।’’