বরফের উপর লাস্যময়ী নৃত্য! সেখানেই ‘দুর্ঘটনা’! পোশাক খুলে যাওয়ায় সুন্দরীকে বেজায় বিব্রত হতে হল। ছোটখাটো কোনও ইভেন্ট নয়। খোদ শীতকালীন অলিম্পিকের মঞ্চে ঘটল এই ‘ওয়ার্ডরোব ম্যালফাংশনের’ ঘটনা।
সোমবার দক্ষিণ কোরিয়ার পিয়ংইয়ং-এ, অলিম্পিকে আইস ডান্স ইভেন্টে, সোনার পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন ফ্রান্সের গ্যাব্রিয়েলা পাপাদাকিস। তাঁর পার্টনার ছিলেন গিলেমে সিজেরন।
সেখানেই চরম লজ্জার মুখোমুখি হতে হল তাঁকে। শীতল আবহাওয়ায় আবহসঙ্গীত চলছিল এড শিরানের বিখ্যাত ‘শেপ অফ ইউ’! সঙ্গীর সঙ্গে নৃত্যরত গ্যাব্রিয়েলা হঠাৎই বুঝতে পারেন দর্শকরাও তাঁর ‘শেপ’ নিয়ে গুঞ্জন শুরু করেছে। কারণ, সেই নৃত্যের মধ্যেই কখন পোশাক খুলে উর্ধ্বাঙ্গ উন্মুক্ত হয়ে গিয়েছে। যদিও ওই অবস্থাতেই নিজের ইভেন্ট শেষ করেন গ্যাব্রিয়েলা।
আরও দুঃসংবাদ! স্বতস্ফূর্ততা হারিয়েই সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হতে হয় তাঁকে। প্রথম হন কানাডার টেসা ভারচু–স্কট মইর জুটি।
এভাবে দর্শকদের সামনে বেআব্রু হয়ে ইভেন্টের পরে কান্নায় ভেঙে পড়েন গ্যাব্রিয়েলা। চোখে জল নিয়ে বলতে থাকেন, ‘‘রাতটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে থাকবে।’’
পোশাক বিভ্রাট অবশ্য এবারের শীতকালীন অলিম্পিকে প্রথম ঘটনা নয়। এই সিজনে এমন আরও একটি ঘটনার সাক্ষী থেকেছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার মিন উরাকের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল।