সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজে মহেন্দ্র সিংহ ধোনির শ্লথ ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় সমর্থকরাই। গ্যালারিতে বসেই ধোনির সমালোচনা করেছিলেন তাঁরা। ভারত অধিনায়ক বিরাট কোহলি অবশ্য ধোনির সমর্থনে এগিয়ে এসেছিলেন।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও ধোনির মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের হার নিয়ে নয়, প্রাক্তন অধিনায়ককে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে। এবার গৌতম গম্ভীরও ধোনির সমালোচনায় মুখর। ধোনির অতিরিক্ত ডট বল খেলা দেখে বিস্মিত হয়ে গিয়েছেন গম্ভীর। সরাসরি ধোনির সমালোচনা করে গম্ভীর বলছেন, ‘‘দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচে ধোনি অনেক ডট বল খেলেছে। যেভাবে ধোনি ব্যাট করছে, তাতে অন্য ব্যাটসম্যানরা চাপে পড়ে গিয়েছে।’’
তিন ম্যাচের সিরিজে ভারত হারে ১-২-এ। ভারতের হারের কারণ নিয়ে ময়নাতদন্ত করেছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের ক্রিকেটপাগলরা সবাইকে ছেড়ে এখন ধোনিকে নিয়ে পড়েছেন। ধোনির ব্যাটিং স্টাইল দেখে বিরক্ত গম্ভীর। তিনি বলেন, ‘‘এমএস এত ডট বল দু’ বছর আগেও খেলত না। সাধারণত ধোনি সময় নেয় শুরুর দিকে। তার পরে জমে গেলে শেষ ১০ ওভারে আগ্রাসী ব্যাটিং করে এমএস। শেষ দুটো ম্যাচে পুরনো ধোনিকে দেখাই যায়নি।’’
ধোনির সঙ্গে গম্ভীরের খারাপ সম্পর্কের কথা ক্রিকেট মহলের অজানা নয়। ধোনির খারাপ সময়ে তাঁর এহেন মন্তব্যে তাই অনেকেই প্রতিহিংসার কালো মেঘ দেখছেন। অতীতে অবশ্য ধোনি-গম্ভীরের হাত ধরেই এসেছিল বিশ্বকাপ। ২০১১ বিশ্বকাপে সহবাগ-সচিনের বিদায়ের পরে প্রথমে কোহলির সঙ্গে লড়াই শুরু করেন গম্ভীর। পরে ধোনির সঙ্গে তাঁর দুরন্ত পার্টনারশিপেই ম্যাচ হাতছাড়া হয় শ্রীলঙ্কার।
সময় গিয়েছে। সম্পর্কও তলানিতে। ধোনির দুঃসময়ে খড়্গহস্ত এখন গম্ভীর।