অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং নিয়ে কম সমালোচনা হয়নি। যে ধোনি শেষের দিকে ভয়ঙ্কর হয়ে ওঠেন, সেই মাহি ১৭টি বল নষ্ট করেন । মাঠের দূর প্রান্তে বল পাঠিয়েও সিঙ্গল নেননি তিনি। স্ট্রাইক রোটেট করেননি ধোনি ।
তার পরেই ধোনিকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ধোনি ৩৭ বল খেলে ২৯ রান করেন। ধোনি মেরেছেন মাত্র একটি ছক্কা। এমন মন্থর ধোনিকে কেন দেখা গেল? ধোনি এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। কিন্তু ধোনির হয়ে জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।
তাঁকে বলতে শোনা গিয়েছে, এই উইকেটে যে কোনও ব্যাটসম্যানের পক্ষেই স্কোর করা কঠিন। বল পড়ে নীচু হয়ে আসছিল। ধোনি টাইমিং ঠিক মতো করতে পারছিলেন না। সবাই জানেন ডেথ ওভারে ধোনি ভয়াবহ হয়ে ওঠেন। সেই ধোনিকে মারার বল দেননি অজি বোলাররা।