১১ বছর আগের ঘটনায় লজ্জিত ভারতের অফ স্পিনার হরভজন সিংহ। ২০০৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের শেষে শ্রীসন্থকে চড় মেরেছিলেন ভাজ্জি। সেই ঘটনা ঝড় তুলেছিল দেশের ক্রিকেটমহলে। অনেক কালি খরচ হয়েছিল।
কী কারণে সেদিন চড় মেরেছিলেন হরভজন? জানা গিয়েছে, শুভেচ্ছা জানাতে গিয়ে হরভজনকে কিছু একটা বলেছিলেন শ্রীসন্থ। সেটাই মেনে নিতে পারেননি ভাজ্জি। অন্যরকমও শোনা যায়, সেই ম্যাচে মুম্বইয়ের অদিনায়ক ছিলেন হরভজন। মুম্বইয়ের ব্যাটসম্যানরা আউট হওয়ার পরে শ্রীসন্থের আগ্রাসী ভঙ্গিমা দেখে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন ভাজ্জি। খেলার শেষে শ্রীসন্থকে সামনে পেয়ে ভাজ্জি সজোরে চড় মেরে দিয়েছিলেন।
সম্প্রতি বিগ বস-এ শ্রীসন্থ আবার জানিয়েছেন, হরভজন সেদিন তাঁকে চড় মারেননি, ঘুঁসি মেরেছিলেন। শ্রী এমনও বলেছিলেন, তিনিও পাল্টা হাত চালাতে পারতেন। এগারো বছর আগের ঘটনা স্মরণ করলে এখন লজ্জা পান ভাজ্জি। সতীর্থ শ্রীসন্থকে সেদিন মারাটা ঠিক হয়নি বলে এখন মনে করেন ভাজ্জি। এক সাক্ষাৎকারে হরভজন ক্ষমা চেয়ে বলেন, “পিছনে ফিরে গিয়ে নিজের জীবনের কিছু ঘটনা যদি সংশোধন করতে হয় তাহলে অবশ্যই আমি এই বিষয়টি সংশোধন করব। সেদিন শ্রীসন্থকে চড় মারাটা উচিত হয়নি। আমার ভুল হয়েছিল। সেই ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমাদের দু’ জনের ঘটনা নিয়ে লোকে বহু কথা বলেছে। যে য়াই বলুন না কেন, শ্রীসন্থ এখনও আমার ভাই। শ্রীসন্থের স্ত্রী ও সন্তানের প্রতি শুভেচ্ছা রইল।’’
যা হয়ে যায়, তা কি আর মুছে ফেলা যায়। ভাজ্জি ও শ্রীসন্থের মারামারির সেই ঘটনা ভারতীয় ক্রিকেটে স্ল্যাপগেট নামেই পরিচিত হয়ে আছে।