কাশ্মীরে জঙ্গি হামলার পরে গোটা দেশ জুড়েই পাকিস্তান বিরোধী হাওয়া। ভারতীয় ক্রীড়াক্ষেত্রেও পাক-বয়কট অভিযান চলছে। ব্রেবোর্ন কিংবা মোহালি স্টেডিয়ামে পাকিস্তানের ক্রিকেট তারকাদের ছবি হয় সরিয়ে ফেলা হয়েছে অথবা কালো পর্দায় ঢাকা রয়েছে। বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়েই অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে। এর মধ্যেই হরভজন সিংহ জানিয়ে দিলেন, বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করা উচিত।
২৪ ঘণ্টা আগেই মুম্বইয়ের ‘ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া’র সুরেশ বাফনার জানিয়ে দিয়েছিলেন, ভারতের উচিত বিশ্বকাপে পাক-ম্যাচ না খেলা। সেই সুরে সুর মিলিয়েই হরভজন সিংহ জানালেন, ‘‘বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোনওভাবেই আমাদের খেলা উচিত নয়। আমাদের দলের যা সামর্থ্য, তাতে পাকিস্তানের বিরুদ্ধে তিন পয়েন্ট না পেলেও আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি। তিন পয়েন্ট গেলে যাক।’’
অবশ্য শুধু ক্রিকেট নয়, সমস্ত ধরনের সম্পর্কচ্ছেদের পক্ষেই সওয়াল করেছেন তিনি। ভাজ্জি জানিয়েছেন, ‘‘সবার আগে দেশ। সীমান্তে আমাদের জওয়ানরা বার বার মারা যাচ্ছে। শুধু ক্রিকেট কেন, পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের খেলা উচিত নয়। জওয়ানদের পাশে সব সময়ে রয়েছি আমরা। ওদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।’’
হরভজনের বিশ্বাস, পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে ভারত। টার্বুনেটর সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। যা ঘটেছে তা রীতিমতো অন্যায়। পাকিস্তানের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।’’