অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলতে নামার আগেই দুঃসংবাদ। পিঠে চোটের কারণে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য। বৃহস্পতিবারেই রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিসিসিআইয়ের তরফে হার্দিকের খবর জানানো হয়। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকে বেঙ্গালুরুর এনসিএ-তে স্ট্রেন্থ ও কন্ডিশনিং ট্রেনিং করবেন তিনি।
১৫ জনের স্কোয়াডে এখনও পর্যন্ত পাণ্ড্যর বদলে কাকে নেওয়া হবে, তা জানানো হয়নি। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময়েই পিঠের চোটের শিকার হয়েছিলেন বরোদার তারকা অলরাউন্ডার। তারপরে ঘরের মাটিতে উইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারেননি।
এরপরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে পাণ্ড্যকে স্কোয়াডে ফেরানো হয়েছিল। তবে টক শো-তে বিতর্কিত মন্তব্য করার দায়ে ফের নির্বাসনে যেতে হয়েছিল। প্রায় চার মাস বসে থাকার পরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ফেরানো হয়েছিল তাঁকে। পাণ্ড্যর অনুপস্থিতিতে বিজয়শঙ্কর বাদে টি টোয়েন্টি স্কোয়াডে আপাতত কোনও সিমার-অলরাউন্ডার নেই।
ওয়ান ডে’তে জাদেজাকে সম্ভবত খেলানো হবে প্রথম একাদশে। সেখানে ভাল পারফরম্যান্স করে জাদেজা এই সুযোগের ফায়দা তুলতে পারেন কিনা, সেটাই এখন দেখার।