২৪ ঘণ্টা আগেই ছোটখাটো বিস্ফোরণ ঘটিয়েছেন সাগরপাড়ে। ক্রিকেটে এখন তিনি ‘মোস্ট হ্যাপেনিং’। গোটা দেশের নয়ণের মনি এখন তিনি। সেই হরমনপ্রীত কউরই সৌজন্যের নয়া নজির গড়লেন তিনি। মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে কার্যত একাই হারিয়ে দিয়েছেন ভারত। সৌজন্যে হরমনপ্রীতের ১১৫ বলে ১৭১ রানের ইনিংস। যে ইনিংস নয়া আলোচনার জন্ম দিয়েছে বিশ্বকাপে করা এটাই ভারতীয়দের সেরা ইনিংস কীনা! সৌরভের শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংস, জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিল দেবের ম্যাচ বাঁচানো ১৭৫— সবই আপাতত ফিকে হরমনপ্রীতের ইনিংসের দৌলতে।
ব্ল্যাকওযেলের কাছ থেকে জার্সি নিচ্ছেন হরমনপ্রীত। — টুইটার
যাকে নিয়ে এত আলোচনা গোটা বিশ্বজুড়ে সেই হরমনপ্রীত কিন্তু ‘মহাপ্রলয়’ ঘটিয়েও নির্বিকার। অস্ট্রেলিয়ার মতো খেতাব জয়ের দাবিদার দলকে দেশে ফেরত পাঠিয়েও তিনি আপাদমস্তক নির্লিপ্ত। বরং তিনি তারকা অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে খেলতে পারায় গর্বিত। তা তাঁর টুইটার প্রোফাইল দেখলেই মালুম হয়। যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে নিজের আইডল মানেন সেই অ্যালেক্স ব্ল্যাকওয়েলের জার্সি চেয়ে নিয়েই তিনি খুশি ম্যাচের পর।
মহিলাদের ক্রিকেট সার্কিটে অ্যালেক্স ব্ল্যাকওয়েল এক পরিচিত নাম। নামি ব্যাটসম্যান। টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে ৪০০০ রান তাঁর নামের পাশে। বিগব্যাশ লিগে খেলার সূত্রেই ব্ল্যাকওয়েলের সঙ্গে আলাপ হরমনপ্রীতের। সেই অ্যালেক্স ব্ল্যাকওয়েলকে সামনে পেয়ে সরাসরি তাঁর জার্সি চেয়ে বসলেন হরমনপ্রীত। ভারতীয় উঠতি তারকা ক্রিকেটারের আবদার মেনে তাঁকে একটি জার্সি উপহার দেন। হরমনপ্রীত সেই জার্সি নেওয়ার মুহূর্ত টুইটারে পোস্ট করেন। তারপর তিনি লেখেন, ‘‘জার্সি দেওয়ার জন্য ধন্যবাদ।’’
রাতারাতি তারকা ক্রিকেটারের মর্যাদা পেলেও হরমনপ্রীত যে সৌজন্যবোধ ভোলেননি, তা এই ঘটনাতেই পরিষ্কার।