সালটা ২০০৭। বিলেতের মাটিতে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ভারত। তার পর আরও দু’ বার ইংল্যান্ডে গেলেও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। ১১ বছর বাদে ভারতীয় দলের সামনে ফের টেস্ট সিরিজ জেতার সুযোগ।
২০০৭ সালের ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ছিলেন দীনেশ কার্তিক। ১১ বছর বাদেও তিনি রয়েছেন ভারতীয় দলে। সেবার টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এবার তাঁর উপস্থিতির জন্যই ভারতকে অনেকে ফেভারিট ধরছেন। অনেকেই মনে করছেন ভাগ্যদেবতা শেষমেশ ভারতের দিকেই ঝুঁকে পড়বেন।
প্রথম টেস্টের বল গড়াচ্ছে বুধবার। ফলে অন্তহীন কৌতূহল নিয়ে বসে থাকবেন ক্রিকেটভক্তরা, একথা বলাই বাহুল্য।
এগারো বছর আগে ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ হারিয়েছিল ইংল্যান্ডকে। দু’টি টেস্ট ড্র হয়েছিল। ট্রেন্ট ব্রিজ টেস্ট জিতেছিল ভারতীয় দল। ২০১১ এবং ২০১৪ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। কিন্তু দু’ বারই ভারতকে হারতে হয়েছিল।
২০০৭ সালের সফরে কার্তিক ওপেনার হিসেবে খেলেছিলেন। সেবারের সফরে কার্তিক ৪৩.৮৩ গড়ে ২৬৩ রান করেছিলেন। সেবার কার্তিকের সর্বোচ্চ স্কোর ছিল ৯১। এবার কার্তিক কী করেন সেটাও দেখার।