ওদের পা, শরীর সেভাবে ফুটবলের জন্য এখনও সুগঠিত নয়। তবুও বলকে ওরা কথা বলায়। ছোট্ট ড্রিবলিংয়ে বুঝিয়ে দিচ্ছে ওদের সম্ভাবনা রয়েছে। ঠিকঠাক পথে এগোলে এরাই ভবিষ্যতের তারকা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের লেট আস প্লে ফুটবল বেবি লিগ-এ এখনই ছাপ কেটেছে খুদে ফুটবলাররা। প্রাক্তন ফুটবলার অভিজিৎ মণ্ডল ও এটিকে-র অর্ণব মণ্ডলের হিরোজ অফ টুমরো সকার অ্যাকাডেমি অন্যতম আয়োজক বেবি লিগের। ১২ ও ১৩ জানুযারি ম্যাচগুলো হয়েছে। কলকাতায় ম্যাচ হলেও দুর্গাপুরে খেলা হয়নি।
১২ জানুযারি— কলকাতা (অনূর্ধ্ব ৮)
বিওয়াইএ হটসা ১-১ যাদবপুর কালিবাড়ি সকার ক্যাম্প
(অনূর্ধ্ব ৯)
বিওয়াইএ হটসা ৩-২ যাদবপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন
তরুণ দল ৫-০ শান্তি আইচ মল্লিক কোচিং সেন্টার
হিরোজ অফ টুমরো সকার অ্যাকাডেমি দল। মাঝে উজ্জ্বল চট্টোপাধ্যায়।
১৩ জানুযারি —
কলকাতা (অনূর্ধ্ব ৮)
শান্তি আইচ মল্লিক ফুটবল কোচিং স্টেন্টার ৩-২ বিবেকনগর ইয়ুথ অ্যাসোসিয়েশন
হিরোজ অফ টুমরো সকার অ্যাকাডেমি ৪-১ চণ্ডীতলা উদয়ন সংঘ