আইসল্যান্ডের ফুটবলারদের ইউরো অভিযান শেষ। অপ্রত্যাশিতভাবে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন বরফদেশের ফুটবলাররা। তাঁদের সৌজন্যেই গোটা বিশ্বে আইসল্যান্ডকে নিয়ে আগ্রহ কয়েকগুণ বেড়ে গিয়েছে। ফুটবলারদের মতোই চলতি ইউরোয় মাঠে আইসল্যান্ডের সমর্থকদের অসাধারণ সমর্থনও ফুটবলপ্রেমীদের মন জিতে নিয়েছিল।
ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ইউরো অভিযান শেষ হয়েছে আইসল্যান্ডের। কিন্তু আইসল্যান্ডের বাসিন্দারা দলের এই পারফরম্যান্সে রীতিমতো গর্বিত। ফ্রান্সের কাছে পাঁচ গোল খেলেও দলের প্রিয় ফুটবলারদের প্রতি তাঁদের সমর্থন যে এতটুকু কমেনি, তা ফের প্রমাণ করল আইসল্যান্ডের বাসিন্দারা। দেশে ফেরার পরে দলের ফুটবলারদের রাজকীয় সম্মান দেওয়া হল। মাঠে যখন আইসল্যান্ডের ফুটবলাররা খেলতেন, তাঁদের তাতানোর জন্য গ্যালারি থেকে একসঙ্গে মুখ দিয়ে একধরনের বিশেষ শব্দ করতেন আইসল্যান্ডের সমর্থকরা। দেশে ফেরার পরে ফুটবলারদের সম্মান জানানোর জন্য রাজধানী রেজাভিকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। ফুটবলারদের বরণ করার সময়েও হাজার হাজার সমর্থকদের মুখে সেই বিশেষ শব্দ শোনা গেল। যেটা শুনতে অনেকটা ‘হু’-এর মতো। হাজার হাজার মানুষের মুখ থেকে বেরিয়ে আসা এই শব্দব্রক্ষ্ম যেন গোটা বিশ্বকে জানিয়ে দিল, আগামী দিনে আরও ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলির সঙ্গে পাল্লা দেবে আইসল্যান্ড।
প্রধানমন্ত্রী সিগুরদুর জোহানসনও বলেন, ‘‘বিরল হলেও রূপকথা এখনও তৈরি হয়। ফুটবল মাঠে তোমরা আমাদের ঐক্যবদ্ধ হতে শিখিয়েছ। তোমরা দেশের সম্পদ।’’
দেশে ফেরার পরেই আকাশে জল ছিটিয়ে রামধনু তৈরি করে দমকল বাহিনী জাতীয় দলের ফুটবলারদের বিশেষ সম্মান জানায়। সমর্থকদের ভালবাসায় অভিভূত ফুটবলার গারোয়ারসন তাই বলে গেলেন, ‘‘আগামী দিনে আমরা ফুটবল বিশ্বকে শাসন করব।’’
এই ভিডিও দেখলে আপনিও উদ্বুদ্ধ হবেন-
দেখুন ফোটোগ্যালারি