নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯২ রানে শেষ হয়ে যায় ভারত। এরকম পরিস্থিতিতে মজা করে বসেন মাইকেল ভন। টাইমিংটা ঠিক হয়নি তাঁর। আর তার মাসুল গুনতে হল তাঁকে।
কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ আগেই পকেটস্থ করে ফেলেছিল টিম ইন্ডিয়া। চতুর্থ ওয়ানডে ম্যাচে ভরাডুবি ঘটে ভারতীয় ব্যাটিং লাইন আপের। ভারতীয়রা তাসের ঘরের মতো ভেঙে পড়ায় খুব সহজেই ম্যাচটা জিতে নেয় নিউজিল্যান্ড।
কিউয়িরা ম্যাচ জেতার পরে ভন টুইটারে লেখেন, ''মাত্র ৯২ রানে অল আউট! কোনও দল ১০০ রানের নীচে শেষ হয়ে যেতে পারে। ঠিক বিশ্বাস হচ্ছে না।"
ভনের মন্তব্য ভাল ভাবে নিতে পারেনি ভারতের ক্রিকেটভক্তরা। এক ভক্ত ভনের মন্তব্যের উত্তরে বলেন, ‘‘৭৭ রানে অল আউট হতে পারে কোনও দল, এটাও বিশ্বাস হয় না।’’ উল্লেখ্য, ব্রিজটাউনে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। ভনের মন্তব্যের জবাবে সেই প্রসঙ্গও টেনে আনেন ভারতের এক ক্রিকেটভক্ত।