আইসিসি-র সিইও ডেভ রিচার্ডসন সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের সূচি পরিবর্তন হওয়ার সম্ভবনা কার্যত নেই। পুলওয়ামার নৃশংস সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপে ভারত কি পাকিস্তানের মুখোমুখি হবে— এমন প্রশ্নই ঘুরপাক খেয়েছে ক্রিকেট মহলে। সিনেমা, খেলাধুলো থেকে আন্তর্জাতিক রাজনীতি— সমস্ত ক্ষেত্রে সম্পর্কচ্ছেদ করে গোটা বিশ্বে কার্যত পাকিস্তানকে একঘরে করে তোলার প্রয়াস চলছে। এমন পরিস্থিতিতে ডেভ রিচার্ডসন ইঙ্গিতে জানিয়ে দিয়েছিলেন, ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত সূচি মেনেই হবে।
তবে আইসিসি-র বক্তব্য খণ্ডন করে দিয়েছে খোদ বিসিসিআই। বোর্ডের এক কর্তা এক সংবাদসংস্থাকে জানিয়ে দিয়েছে, দুই প্রতিবেশী দেশ বাইশ গজে একে অন্যের মুখোমুখি হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মোদী সরকার। এক বিবৃতিতে বোর্ডের সেই কর্তা বলেছেন, ‘‘কিছুদিন পরেই পুরো চিত্র পরিষ্কার হবে। বিশ্বকাপের ঠিক আগে জানা যাবে, দুই দেশ খেলবে কি না। আইসিসি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়।’’
এর পরে তিনি খোলসা করে বলে দিয়েছেন, ‘‘যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে আমাদের খেলা উচিত হবে না, তা হলে আমরা খেলব না। তবে এটা অনেকটাই চূড়ান্ত যে আমরা সম্ভবত খেলব না।’’ ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে দুই প্রতিবেশী দেশের মুখোমুখি হওয়ার কথা। গ্রুপ পর্বে যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে, তা হলে নির্ধারিত পয়েন্ট কাটা যাবে কোহলিদের।
জানা গিয়েছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে না খেলার বিষয়ে এতটাই প্রতিজ্ঞাবদ্ধ যে যদি ফাইনালে দুই দেশ মুখোমুখি হয়, সেখানেও ভারত ওয়াকওভার দিয়ে দেবে। সেক্ষেত্রে ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের। তবে ভারত এখনও পর্যন্ত আইসিসি-র কাছে নিজেদের বিষয়ে খোলসা করে কিছু জানায়নি। কেন্দ্রীয় সরকারের উপরেই নির্ভর করছে বিশ্বকাপে আমের বনাম কোহলি দ্বৈরথ দেখা যাবে কি না।