দেশের হয়ে ৪৪তম গোল করে উল্লসিত রমনদীপ। n টুইটার
চক দে ইন্ডিয়া! জাপান, বাংলাদেশের পর চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেও ভারতের জয়ের ধারা অব্যাহত। রবিবার ঢাকায় ৩-১ গোলে পাকিস্তানের বিরুদ্ধে জিতলেন সর্দার সিংহ’রা।
গোটা ম্যাচেই আধিপত্য বজায় রাখলেন ভারতের রমনপ্রীত, হরমনপ্রীত সিংহ’রা। যদিও ম্যাচের শুরুতেই পেনাল্টি কর্ণার থেকে গোল তুলে নেওয়ার সুযোগ এসে গিয়েছিল পাকিস্তানের সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তারা।
দ্বিতীয় কোয়ার্টারে বেশ গঠনমূলক খেলল ভারতীয় দল। ১৭ মিনিটে আকাশদীপ সিংহের পাস ধরে গোল করে ভারত’কে এগিয়ে দেন চিংলেনসানা সিংহ। ম্যাচের সেরাও হলেন তিনিই। ৪৪ ও ৪৫ মিনিটে পরপর দুটি গোল করে ভারতের জয়ের রাস্তা নিশ্চিত করেন রমনদীপ সিংহ এবং হরমনপ্রীত সিংহ।
দেশের হয়ে ৪৪টি গোল করে ফেললেন রমনদীপ। ৪৯ মিনিটে পাকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন আলি শান।
রবিবার জয়ের পর ভারতীয় শুটার গগন নারাংয়ের টুইট, ‘অভিনন্দন! দারুণ খেলেছো তোমরা’। টুইটারে অভিনন্দন জানিয়েছেন বীরেন্দ্র সহবাগও। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড-রবিনে উঠল ভারত।
হারলেও গ্রুপে দ্বিতীয় হয়ে ‘সুপার-ফোর’য়ে পাকিস্তানও।