আইপিএল-এর প্রতিদ্বন্দ্বী এসে গেল! আর দু’ বছর বাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিতে পারে নতুন টুর্নামেন্ট। সেই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলির মতো তারকা ভারতীয় ক্রিকেটারকে।
নতুন এই টুর্নামেন্ট কোথায় হবে? কবে থেকে হবে? ২০২০ সালে ইংল্যান্ডে শুরু হতে চলেছে ‘দ্য হান্ড্রেড’ নামে ১০০ বলের একটি প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টে দেখা যেতে পারে ধোনি-কোহলিদের মতো ভারতীয় তারকা ক্রিকেটারদের।
এই টুর্নামেন্টও আইপিএল-এর মতোই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক। তফাত একটাই। আইপিএল ১২০ বলের। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্ট ১০০ বলের।
আইপিএল-এর জনপ্রিয়তা বাড়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশেই শুরু হয়ে গিয়েছে ফ্যাঞ্চাইজিভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেটারদের অন্যান্য দেশের টি টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার অনুমতি দেয় না বোর্ড। তার পিছনে কারণ অবশ্য রয়েছে। ভারতীয় তারকা ক্রিকেটাররা অন্য দেশের লিগে খেললে আইপিএল-এর জনপ্রিয়তা কমতে বাধ্য।
ডেইলি মেইল-এর রিপোর্ট অনুযায়ী, ভারত বিশ্বের শক্তিশালী ক্রিকেট সংস্থার মধ্যে অন্যতম। আইপিএল-এর বাজার ধরে রাখার জন্যই তারকা ক্রিকেটারদের দেশের বাইরের টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয় না। ‘দ্য হান্ড্রেড’ ১২০ বলের না-হয়ে ১০০ বলে হওয়ায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারকা ক্রিকেটাদের খেলার অনুমতি দেবে।
দেশীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজেদের স্বার্থেই ১০০ বলের টুর্নামেন্টের জন্য ছাড় দিচ্ছে বোর্ড। এই টুর্নামেন্টে খেলবে না ইংল্যান্ডের কোনও টেস্ট খেলোয়াড়। সেক্ষেত্রে কোহলি, ধোনি, রোহিত, রায়নাদের মতো তারকাদের উপস্থিতি টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াবে।