চলছে আইপিএল-এর একাদশ সংস্করণ। এর মধ্যেই আশঙ্কার বাতাবরণ। লোকসভা নির্বাচনের জন্য আগামী বছরের আইপিএল দেশছাড়া হতে পারে। দেশে না হলে কোথায় হবে আইপিএল? যদি দেশে না হয় আইপিএল তাহলে তা হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে।
কলকাতায় আইসিসি-র বৈঠকের ফাঁকেই এমন আশঙ্কার কথা জানিয়েছেন বোর্ডের এক কর্তা। এর আগেও লোকসভা নির্বাচনের জন্য ২০০৯ সালে আইপিএল চলে গিয়েছিল দেশের বাইরে। ২০১৪ সালের আইপিএল-এর প্রথম পর্যায়ের ম্যাচগুলি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। আগামী বছর আইপিএল যে সময়ে হবে, তখন লোকসভা নির্বাচন হলে ফের বিদেশে সরে যেতে পারে এই টুর্নামেন্ট।
আগামী বছর ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএল-এর ম্যাচগুলি হওয়ার কথা। এপ্রিল থেকে মে মাসের মধ্যে আবার লোকসভা নির্বাচন হওয়ার কথা। আর সেরকমটা হলে বোর্ডও তৈরি। সংযুক্ত আরব আমিরশাহিতে সরে যেতে পারে আইপিএল টুর্নামেন্ট। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের সময়ের পার্থক্য রয়েছে। সেই কারণে দর্শকদের সমস্যা হতে পারে। সংযুক্ত আরব আমিরশাহির ক্ষেত্রে সেই সমস্যা প্রবল আকার ধারণ করবে না। ফলে শারজা, দুবাই ও আবুধাবিতে খেলা হতেই পারে।