অনিল কুম্বলে এখন আর জাতীয় দলের কোচ নন। ইরফান পাঠানও আর জাতীয় দলের হয়ে খেলেন না। হয়তো অখণ্ড অবসর দু’ জনের। সম্প্রতি ইরফান পাঠানের বাড়িতে গিয়েছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার অনিল কুম্বলে।
ইরফানই আমন্ত্রণ জানিয়েছিলেন কুম্বলেকে। বাড়িতে ডেকে কুম্বলের খুব সমাদর করেন পাঠান। ভাল মন্দ খাওয়ান। কিন্তু কুম্বলে তো আবার আমিষ খাবার খান না। পাঠানরা আবার উল্টো মেরুর বাসিন্দা। কিন্তু অতিথিকে ডেকে এনে তাঁকে তো অমর্যাদা করা যায় না। তাই কুম্বলের জন্য বেশ ভাল খাবারের আয়োজন করেন।
পাঠান কি নিজে হাতে রান্না করেছিলেন কুম্বলের জন্য? সেটা অবশ্য পরিষ্কার নয়। পাঠান আবার এমন একটা টুইট করেছেন, যা দেখে অনেকের আবার মনে হয়েছে ইরফান পাঠানই বুঝি নিজের হাতে রান্না করেছেন কুম্বলের জন্য।
টুইট করে কুম্বলের উদ্দেশে পাঠান লিখেছেন, ‘‘তোমাকে পেয়ে খুব ভাল লাগছে। অ্যামেচার খাবার নিশ্চয় তোমার ভাল লেগেছে।’’ কুম্বলে থেমে থাকার বান্দা নন। তিনি পাল্টা টুইটে পাঠানকে বলেছেন, ‘‘খুব উপভোগ করেছি। বিরিয়ানি ওয়াজ স্পেশাল।’’
কুম্বলে যেহেতু আমিষ খাবার খান না তাই পাঠান ভারতের প্রাক্তন কোচের জন্য নিরামিষ বিরিয়ানি তৈরি করেছিলেন। সেই উপাদেয় বিরিয়ানি চেটেপুটে খান কুম্বলে।