SEND FEEDBACK

English
Bengali
English
Bengali

ধোনির শহরে ধোনিকে নকল করে দেখালেন জাদেজা। ভিডিও দেখুন

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | মার্চ ১৭, ২০১৭
Share it on
জাতীয় দলের সঙ্গে না থেকেও রয়েছেন ধোনি। তাঁর নিজের শহরেই ধোনি-সুলভ কীর্তি গড়ে দেখালেন রবীন্দ্র জাদেজা।

ধোনি নিজের শহর থেকে রয়েছেন কয়েকশো কিলোমিটার দূরে। রাজধানীতে ধোনির হোটেলে আগুন লাগার ঘটনাও ঘটেছে। তবে ধোনির শহরের দর্শক ধোনিকে পেল অন্যভাবে। রবীন্দ্র জাদেজার সৌজন্যে।

জাতীয় দলের হয়ে খেলার সময় ধোনির ‘নো লুক’ রান আউট

ভারতের ঘাড়ে তখন ইতিমধ্যেই সাড়ে চারশো রানের পাহাড় চাপিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এক উইকেট হাতে নিয়ে তখনও স্মিথের সঙ্গে ব্যাট করছিলেন হ্যাজেলউড। ভারত তখন মরিয়া অস্ট্রেলিয়ার নটে গাছটি মুড়োনোর জন্য। এমন সময়ে জাদেজার একটি নির্বিষ বল ফাইন লেগে ঠেলে দু’রান নেওয়ার পরিকল্পনা ছিল স্মিথ-হ্যাজেলউডের। তবে লোকেশ রাহুল ক্ষিপ্রতায় বল ধরেই ফেরত পাঠিয়ে দিয়েছিলেন নন স্ট্রাইকিং প্রান্তে বোলার জাদেজার দিকে। তখন বল ধরেই উইকেটের দিকে না তাকিয়েই বল লাগিয়ে দেন উইকেটে, টিপিক্যাল ধোনি-সুলভ ভঙ্গিতে। পরে রিপ্লেতে দেখা যায় হ্যাজেলউড ক্রিজে আসার আগেই উইকেট ভেঙে দিয়েছিলেন জাদেজা।

অর্ধশতরান করার পর লোকেশ রাহুল। (পিটিআই ফাইল চিত্র)

অস্ট্রেলিয়া ৪৫১ রানে খতম হয়ে যাওয়ার পর ব্যাট হাতে কর্তৃত্ব দেখাচ্ছে ভারতও। দিনের শেষে এক উইকেট খুইয়ে ভারত তুলে ফেলেছে ১২০। লোকেশ রাহুল (৬৭) অর্ধশতরান করে আউট হওয়ার পর ভারতকে আপাতত টানছেন পূজারা (১০) ও মুরলি বিজয় (৪২)।

দেখুন ভিডিও...

MS Dhoni Ravindra Jadeja KL Rahul Ranchi Test
Share it on
Community guidelines
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -